You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | সােভিয়েত গণসংস্থাসমূহ সােচ্চার | মুক্তিযুদ্ধ | ১০ অক্টোবর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

সােভিয়েত গণসংস্থাসমূহ সােচ্চার | মুক্তিযুদ্ধ | ১০ অক্টোবর ১৯৭১

(নিজস্ব প্রতিনিধি। বেতারযােগে প্রাপ্ত খবরে জানা যায়, সম্প্রতি সােভিয়েত ইউনিয়নের বিভিন্ন গণ-সংগঠন বাঙলাদেশে পাকিস্তানী সামরিক চক্রের নির্যাতন বন্ধ এবং পূর্ব বাঙলার জনগণের ইচ্ছা, অলংঘনীয় অধিকার ও আইন সঙ্গত স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান দাবি করিয়াছে।

পাঁচটি ভিন্ন ভিন্ন বিরতিতে সােভিয়েত ইউনিয়নের শান্তি কমিটি ট্রেড ইউনিয়ন সংস্থা, সােভিয়েত আফ্রো-এশীয় সংহতি পরিষদ, সাংবাদিক ইউনিয়ন এবং সােভিয়েত ইউনিয়নের মহিলা সমিতি উপরােক্ত দাবি করিয়াছে। এই সকল বিবৃতিতে সােভিয়েত ইউনিয়নের সকল স্তরের জনগণের বাঙলাদেশে পাকিস্তানী সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের প্রতি তীব্র ধিক্কার ও বলিষ্ঠ প্রতিবাদ ধ্বনিত হইয়াছে। সঙ্গে সঙ্গে বাঙলাদেশের জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর সহানুভূতি ও সমর্থন ঘােষিত হইয়াছে। | বিবৃতিগুলিতে পূর্ব বাঙলার জনগণও প্রগতিশীল রাজনৈতিক নেতাদের উপর প্রতিহিংসামূলক উৎপীড়ন। বন্ধ করার দাবি জানানাে হইয়াছে। মানবিক অধিকারের অবমানন, গণতন্ত্রের মৌল অধিকার লক্ষন ও জনগণের রায়কে অগ্রাহ্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানান হইয়াছে। শেখ মুজিবর রহমানের জীবনের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করিয়া তাহার বিচার প্রসহন বন্ধ ও তাহাকে মুক্তিদানের দাবি করা হইয়াছে। ভারতে আশ্রয় গ্রহণকারী ৯০ লক্ষ শরণার্থীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা লইয়া স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানানাে হইয়াছে এবং সর্বোপরি পূর্ব বাঙলার জনগণের ইচ্ছা, অধিকার ও ন্যায়সঙ্গত স্বার্থের প্রতি যথােচিত মর্যাদা দিয়া বাঙলাদেশ সমস্যার সত্বর রাজনৈতিক সমাধান করার জন্য পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি। দাবি জানানাে হইয়াছে।

ফিনল্যান্ডের ছাত্রদের সংহতি ঘােষণা ফিনল্যাণ্ডের ছাত্রদের জাতীয় ইউনিয়ন বাঙলাদেশের স্বাধীনতা ও তাহার জন্য জনগণের সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘােষণা করিয়া এক বিবৃতি প্রকাশ করিয়াছে। বিবৃতির অনুলিপি বাঙলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব নূরুল ইসলামের নিকট প্রেরণ করা হইয়াছে।

মুক্তিযুদ্ধ। ১:১৪। ১০ অক্টোবর ১৯৭১