কোসিগিনের হুঁশিয়ারী | জয়বাংলা | ২৭ আগষ্ট ১৯৭১
সােভিয়েট প্রধানমন্ত্রী মিঃ কোসিগিন অধুনালুপ্ত পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। | চিঠিতে মিঃ কোসিগিন বাংলা দেশে উৎপীড়ন বন্ধ করতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তথাকথিত বিচারের ব্যাপারে আর না এগােতে সামরিক জান্তারে হুঁশিয়ার করে দিয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানে নতুন সােভিয়েট রাষ্ট্রদূত মিঃ এ, এ, রদিনভ রাওয়ালপিন্ডিতে জেনারেল ইয়াহিয়ার হাতে এ চিঠিটি অর্পন করেছেন বলে কূটনৈতিক মহল খবর দিয়েছেন। মিঃ কোসিগিন চিঠিতে আরও বলেছেনঃ বাংলাদেশে নিরাপত্তা বােধের অভাবেই সেখান থেকে এক নাগারে শরণার্থীরা জীবন রক্ষার জন্য ভারতে আশ্রয় নিচ্ছেন। চিঠিতে মিঃ কোসিগিন নাকি পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ভারতের সঙ্গে যুদ্ধ বাধানাে পাকিস্তানের পক্ষে আত্মহত্যার সামিল হবে।
জয়বাংলা (১): ১;১৬ ২৭ আগষ্ট ১৯৭১