সিনেটর কেনেডি নয়-সিনেটর পার্সি পূর্ববাংলায় আমন্ত্রিত ঢাকা ২৭ শে আগষ্ট
বর্তমানে নেপালে সফররত সিনেটর চার্লস পার্সি পাক সরকার কর্তৃক পূর্ববাংলা সফরে আমন্ত্রিত হয়েছেন। ইতিপূর্বে সিনেটর কেনেডিকেও পূর্ববাংলা সফরের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু শেষ সময়ে অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল করা হয়। | ২৫ শে মার্চের পর এই প্রথম একজন মার্কিণ সিনেটর পূর্ববাংলা সফরের অনুমতি পেলেন। সিনেটর পাশি প্রত্যাগত উদ্বাস্তুদের জন্য সীমান্ত এলাকায় নির্মিত ত্রাণশিবির গুলি পরিদর্শন করবেন। প্রসঙ্গতঃ উল্লেখ করা যায় এর আগে বিদেশী সাংবাদিকগণ ঐ সব ত্রাণ শিবিরে কোন প্রত্যাগত উদ্ধান্তর” পরিবর্তে জন্তুজানােয়ারকে বাস করতে দেখে ছিলেন।
বাংলার কথা। ১: ২১ সেপ্টেম্বর ১৯৭১