৭ আগস্ট শনিবার ১৯৭১
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পাকিস্তান সরকার প্রকাশিত বাংলাদেশ সংক্রান্ত শ্বেতপত্রের বিবরণকে মিথ্যার বেসাতি বলে মন্তব্য করা হয়। ঢাকার সামরিক কর্তৃপক্ষ বলেন, পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় দলত্যাগী সৈনিক ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা ভারতের প্রত্যক্ষ সহযােগিতায় প্রকাশ্য আক্রমণ শুরু করেছে। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম কুষ্টিয়ায়। শান্তি কমিটির এক সভায় বলেন, আওয়ামী লীগ ও এর প্রধান শেখ মুজিবুর রহমান ভারতের সাথে মৈত্রী স্থাপন করে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এ বিশ্বাসঘাতকতার জন্য ভবিষ্যৎ বংশধরেরা কখনাে তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, শেখ মুজিব ও তাঁর ভারতপন্থী আওয়ামী লীগ সদস্যদের বিশ্বাসঘাতকতার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, পাকিস্তানের সেনাবাহিনীর বীর জওয়ানরা যথাসময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের দুর্ভোগের সীমা থাকত না। তিনি দেশের অখণ্ডতা রক্ষা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। মুক্তিযােদ্ধাদের সম্পর্কে সতর্ক থাকার এবং রাষ্ট্রবিরােধীদের দমনে শান্তি কমিটি, রাজাকার, মুজাহিদ বাহিনী ও সেনাবাহিনীর সাথে সহযােগিতা করার জন্য জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান