You dont have javascript enabled! Please enable it!

তাজউদ্দীনের জীবনপঞ্জি

জীবনপঞ্জি
১৯২৫ : ২৩ জুলাই গাজীপুর জেলার দরদরিয়া গ্রামে জন্ম। ১৯৩৪ : প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠলেন প্রথম হয়ে।। ১৯৪১ : অষ্টম শ্রেণীতে পাঠ। ১৯৪২ : জজকোট মুসলিম বয়েজ স্কুলে ভর্তি। নবম শ্রেণীতে পাঠ শুরু। ১৯৪৩ : মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৪৪ : এসএসসি-তে বাের্ডে ১২তম স্থান লাভ। ১৯৪৬ : ম্যাট্রিক পরীক্ষা দেয়ার বছরই বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত। ১৯৪৮ : উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে চতুর্থ স্থান অর্জন। ১৯৪৮ : ছাত্রলীগের জন্ম। তাজউদ্দীনের সক্রিয় অংশগ্রহণ । ১৯৪৯ : আওয়ামী লীগের জন্ম। তাজউদ্দীন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মনােনীত। ১৯৪৯ : দাম্পত্য জীবন শুরু, জোহরা তাজউদ্দীন-এর সঙ্গে বিয়ে। ১৯৫০ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি। ১৯৫২ : ভাষা আন্দোলনে অংশগ্রহণ এবং কারাবরণ । ১৯৫৩ : স্নাতক সম্মান ডিগ্রি লাভ ।। ১৯৫৪ : এমএ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তবে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে
এমএলএ নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ১৯৫৫ : আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ১৯৬২ : শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বন্দি হন। ১৯৬৪ : জেল থেকে মুক্তি লাভ। ১৯৬৬ : ছয়দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬৬ : ৮ মে ছয়দফা আন্দোলনের কারণে গ্রেফতার। ১৯৬৯ : ১২ মে মুক্তি লাভ ।। ১৯৭০: প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশ নেন এবং জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ : মার্চে অসহযােগ আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৭১ : ২৫ মার্চ থেকে মুক্তিযুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি। ১৯৭১ : ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। ১৯৭১ : পুরাে মুক্তিযুদ্ধ পরিচালনায় সর্বাত্মকভাবে নিজেকে নিয়ােজিত করেন। ১৯৭১ : স্বাধীনতার পর ২২ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন। ১৯৭২ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ । ১৯৭৪ : ২৬ অক্টোবর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ : ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ঘাতকচক্র তাজউদ্দীন আহমদকে গৃহবন্দি
করে। পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর । ১৯৭৫ : ৩ নভেম্বর বন্দি অবস্থায় কারাগারের ভেতর নির্মম নৃশংসভাবে নিহত হন।

Reference: তাজউদ্দীন আমহদ – প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!