You dont have javascript enabled! Please enable it! 1971.08.06 | ৬ আগস্ট শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৬ আগস্ট শুক্রবার ১৯৭১

ইসলামাবাদে জনৈক সরকারি মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই এক পত্রে আশ্বাস দিয়েছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে চীন পাকিস্তানকে পূর্ণ সমর্থন দান করবে।  সিনেটর কেনেডি বাংলাদেশের শরণার্থীদের সমস্যার প্রতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণােদিত ও বাস্তববর্জিত নীতি গ্রহণের জন্য নিক্সন প্রশাসনকে অভিযুক্ত করেন। সিনেটের উদ্বাস্তু বিষয়ক বিচার বিভাগীয় উপপরিষদের চেয়ারম্যান সিনেটর কেনেডি বলেন, পাকিস্তানকে সামরিক সাহায্য দেওয়ার ফলেই উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছে। | সাবেক ব্রিটিশমন্ত্রী জন স্টোন হাউস পার্লামেন্টে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলােচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, শেখ মুজিবকে মুক্তি দিলে পূর্ব পাকিস্তানে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানাে সম্ভব হবে। ভারতীয় লােকসভার সাড়ে চার শয়েরও বেশি সদস্য জাতিসংঘ মহাসচিব উ থান্টের কাছে লিখিত এক স্মারকলিপিতে পাকিস্তানের কারাগারে আটক  বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের আসন্ন বিচার বন্ধ করার ব্যাপারে সাহায্যের আবেদন জানান। তারা বাংলাদেশের নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান