You dont have javascript enabled! Please enable it!

২ আগস্ট সােমবার ১৯৭১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেক ডগলাস হিউম পুনরায় উল্লেখ করেন, আমরা পূর্ব পাকিস্তানে, যেখান থেকে প্রতিদিন লােকজন দেশত্যাগ করছেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান আশা করছি। তিনি বলেন, এই রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা পাকিস্তান সরকারকেই নিতে হবে। আমরা যত শিগগির সম্ভব একটি সমাধান দেখার জন্য অপেক্ষা করছি। কেননা, সেখানকার জনগণের অনবরত দেশত্যাগ আমাদের গভীর উদ্বিগ্ন করে তুলছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, সমগ্র দেশের প্রতিনিধিত্বশীল জাতীয় পরিষদ গঠিত বেসামরিক সরকার প্রতিষ্ঠার আগে কোনাে ব্যক্তি বা দলবিশেষের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না। তিনি তেহরানের দৈনিক কায়হান ইন্টারন্যাশনালের সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন, পাকিস্তানে  গােলযােগের শুরু থেকেই সােভিয়েত ও মার্কিন সরকার সঠিক নীতি অনুসরণ করে আসছেন কিন্তু ব্রিটিশ সরকার তা করছেন না। ব্রিটিশ সরকার পাকিস্তানের প্রতি অত্যন্ত বৈরীভাব পােষণ করছেন এবং পাকিস্তানের ঘরােয়া ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!