৩ আগস্ট মঙ্গলবার ১৯৭১
জাতিসংঘের উদ্যোগে ঢাকায় ১৫৬ জনের একটি আন্তর্জাতিক বেসামরিক প্রতিনিধি দল মােতায়েনের বিষয়ে পাকিস্তান ও জাতিসংঘের মধ্যে সমঝােতা চুক্তি স্বাক্ষরিত। ভারত পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় জাতিসংঘ পর্যবেক্ষক দল মােতায়েন সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করে। | প্রাদেশিক মুসিলম লীগের সাধারণ সম্পাদক এ. এন. এম. ইউসুফ ঢাকায় এক দলীয় কর্মী সমাবেশে দলের সদস্যদের প্রতি রাজাকার বাহিনীতে যােগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনসাধারণ বুঝতে পেরেছে, দুষ্কৃতিকারীদের ফ্যাসিস্ট তৎপরতাই আমাদের বিপর্যয়ের জন্য দায়ী।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান