১ আগস্ট রবিবার ১৯৭১
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান করাচিতে এক টিভি সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান ও ভারত সীমান্তে সংঘর্ষ চলতে থাকলে পরিণতিতে যুদ্ধ বাধতে পারে। তিনি বলেন, আমি আমার সৈন্যকে বলতে পারি না গােলাগুলি বন্ধ কর এবং নীরবে সহ্য কর। দেশরক্ষার জন্য আমি আরেক গাল পেতে দিতে পারি না। আমরা ইতােমধ্যেই পূর্ব পাকিস্তানে অভ্যন্তরীণ ও বিদেশি ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে আমাদের আদর্শগত এবং আঞ্চলিক সীমারেখা রক্ষার জন্য সংকল্প ও শক্তি প্রয়ােগ করেছি। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশাকে আগামী ৬ আগস্ট বেলা ১০টার মধ্যে ঢাকার সামরিক আইন আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে বিচার করা হবে বলে ঘােষণা করা হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান