You dont have javascript enabled! Please enable it!

৩১ জুলাই শনিবার ১৯৭১

গেরিলা আক্রমণের আশঙ্কায় সামরিক বাহিনী ঢাকা শহর ও শহরতলীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। | রাওয়ালপিন্ডিতে জনৈক সরকারি মুখপাত্র ঘােষণা করেন, পাকিস্তান সরকার শিগগির বেআইনি ঘােষিত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডের ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করবে। শ্বেতপত্রে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য যে পরিকল্পনা করেছিলেন এবং তা কার্যকর করার জন্য বিদেশি রাষ্ট্রের সাথে যে ষড়যন্ত্র করেছিলেন তার ফিরিস্তি থাকবে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে একটি রাজনৈতিক আন্দোলন চালানাের নামে যে মারাত্মক অপরাধ সংঘটিত হয়েছে এই সরকারি দলিলে তারও বিবরণ থাকবে। পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশের শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন। জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানাে এক বার্তায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমদ বলেন, দেশের জনপ্রতিনিধিদের সমস্বয়ে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে পাশ কাটিয়ে শরণার্থী সমস্যার সমাধান সম্ভব নয়।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!