You dont have javascript enabled! Please enable it!

২৮ জুলাই বুধবার ১৯৭১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এ্যালেক ডগলাস হিউম লন্ডনে বলেন, পকিস্তানের পূর্ব অংশের জনসাধারণ যে ধরনের রাজনৈতিক সমাধানের ব্যাপারে উদগ্রীব তা একমাত্র পাকিস্তান সরকারই করতে পারেন। তিনি বলেন, পাকিস্তানে সাহায্য পাঠানাের আগে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামাের প্রতিষ্ঠা অবশ্যই প্রয়ােজন। সিনেটর জে, ডাবলিউ, ফুলব্রাইট মার্কিন সিনেটে বলেন, যতদিন পর্যন্ত না পাকিস্তানের উভয় অংশের মধ্যে একটি সন্তোষজনক রাজনৈতিক সমঝােতা হচ্ছে এবং ভারতে অবস্থানরত শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির উদ্যোগ গৃহীত না হবে ততদিন পর্যন্ত পাকিস্তানে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ রাখা উচিত। ভারত সরকারের জনৈক মুখপাত্র নয়াদিল্লিতে বলেন, বাংলাদেশ থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে আসছেন। স্বদেশে ফিরে যাওয়ার জন্য পাকিস্তান সরকারের আহ্বানের পরে ৩০ থেকে ৪০ লাখ শরণার্থী দেশত্যাগ করে ভারতে এসেছেন। ভারতে এখন প্রায় ৭০ লাখ শরণার্থী রয়েছে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!