৩০ জুলাই শুক্রবার ১৯৭১
ঢাকার এক নম্বর সামরিক আদালত বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী (চিত্রনায়িকা) কবরী চৌধুরী ও কণ্ঠশিল্পী আব্দুল জব্বারকে ১৩ আগস্টের মধ্যে এবং ছাত্রনেতা ও মুক্তিযােদ্ধা মােস্তফা মহসীন মন্টু, কামরুল আনাম খান খসরু ও আব্দুল গনি। মনুকে ১৬ আগস্টের মধ্যে আদালতের সামনে হাজির হবার নির্দেশ দেয়। নির্দিষ্ট সময়ে মধ্যে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার অনুষ্ঠিত হবে বলে। ঘােষণা করা হয়। সামরিক আদালত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ১৩ জন তরুণকেও আদালতে হাজির হবার নির্দেশ দেয়। আদেশে নির্দিষ্ট সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হবে বলে উল্লেখ করা হয় । এরা হচ্ছেন মােহাম্মদ ইদ্রিস (চাঁদপুর), আব্দুল ওহাব (দাউদকান্দি), আব্দুর রহমান (বেগমগঞ্জ), ভুলু (সেনবাগ), মুজিবুর রহমান (দেবীদ্বার), কালু গাজী, নবী, শফি, কাফী, সাদী, মান্নান, বারেক, খালেক ও শরাফত (সবাই ঢাকার রায়পুরার বাসিন্দা)।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান