২৯ জুলাই বৃহস্পতিবার ১৯৭১
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচির প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। অধিকৃত বাংলাদেশের সামরিক প্রশাসক ও গভর্নর টিক্কা খান মুক্তিবাহিনীর মােকাবিলা করার জন্য পাকিস্তানের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের কর্মীদের প্রতি মুজাহিদ বাহিনী গড়ে তােলার আহ্বান জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং নয়াদিল্লিতে বলেন, নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সমস্যা উত্থাপন করার কোনাে ইচ্ছা বর্তমানে ভারতের নেই। তিনি জানান, বাংলাদেশ সঙ্কট সম্পর্কে বিবেচনা করার উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদের কোনাে আনুষ্ঠানিক বা ঘরােয়া বৈঠক আহ্বানের পরামর্শ দেননি। জামায়াতে ইসলামীর প্রাদেশিক আমীর অধ্যাপক গােলাম আজম ভবিষ্যৎ বংশধরদের খাটি পাকিস্তানি করে গড়ে তােলার লক্ষ্যে পাঠ্যপুস্তক থেকে অবাঞ্ছিত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে গভর্নর লে. জেনারেল টিক্কা খানকে অভিনন্দন। জানান। তিনি আশা করেন, জাতীয় আদর্শভিত্তিক নতুন সিলেবাস ভবিষ্যৎ নাগরিকদের খাটি মুসলিম হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান