You dont have javascript enabled! Please enable it!

২৭ জুলাই মঙ্গলবার ১৯৭১

সিনেটর প্রক্সমায়ার ও সিনেটর উইলিয়াম ম্যাক্সবি মার্কিন সিনেটে বলেন, বাংলাদেশ সংকটের অবসান হওয়া উচিত। গণহত্যা, তা যে ভূখণ্ডেই সংঘটিত হােক না কেন কখনােই সমর্থন পেতে পারে না। ধর্মীয় বিশ্বাসবােধের কারণে হাজার হাজার নরনারী-শিশু বর্বরতার শিকার হবে, তাদের ওপর ধ্বংসযজ্ঞ চলবে, কোনাে সভ্য মানুষ তা মেনে নিতে পারে না। পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের রায়ের প্রতিই কেবল বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেননি, লাখ লাখ অধিবাসীকে মাতৃভূমি ত্যাগে বাধ্য করেছে। এসব হতভাগ্য মানুষের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। পূর্ব পাকিস্তানে এখনও বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়ন-নির্যাতন। চলছে। অধিকাংশ মানুষ সেখানে সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। যে-কোনাে মুহূর্তে তাদের ওপর চরম ব্যবস্থা নেমে আসতে পারে বলে তারা মনে করছেন। মাতৃভূমিকে মুক্ত করার জন্য ইতােমধ্যে হাজার হাজার তরুণ গেরিলা বাহিনীতে যােগ দিয়েছে। তারা প্রশিক্ষণ নিয়ে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে। এদের সংখ্যা ৩০ হাজারের কম নয়। পাকিস্তান সরকার এ মুহূর্তে প্রকৃত প্রতিদ্বন্দ্বীদের সাথে সত্যিকার রাজনৈতিক মীমাংসার উদ্যোগ না নিলে কেবল পাকিস্তানের নয়, গােটা অঞ্চলের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!