You dont have javascript enabled! Please enable it! 1971.07.26 | ২৬ জুলাই সােমবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

২৬ জুলাই সােমবার ১৯৭১

দুই দেশের সীমান্তে অব্যাহত উত্তেজনা সম্পর্কে আলােচনার জন্য জাতিসংঘ মহাসচিব উ থান্ট ভারতীয় ও পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। মুক্তিবাহিনী কুমিল্লা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানের ওপর গােলাবর্ষণ করে। ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে বাম শক্তিসমূহকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বাম, ডান কিংবা মধ্য-যে পন্থীই হই না কেন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা। তিনি বলেন, কিছু লােক সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে আমাদের মধ্যে বিভেদের চেষ্টা চালাচ্ছেন। আমাদের সবাইকে এসব। মীর জাফর সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান