২৫ জুলাই রবিবার ১৯৭১
প্রধান নির্বাচনি কমিশনার বিচারপতি আবদুস সাত্তার ইসলামাবাদ থেকে ঢাকায় এসে পৌঁছান। ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক ও গভর্নর লে. জেনারেল টিক্কা খান কুমিল্লায় বলেন, আমরা শান্তি চাই কিন্তু ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা জিইয়ে রেখেছে। ভারত কখনাে পূর্ব পাকিস্তানি জনসাধারণের বন্ধু হতে পারে না। তিনি বলেন, শান্তিরক্ষা ও দুষ্কৃতকারীদের (মুক্তিবাহিনী) নির্মূল করার কাজে জনসাধারণকে সহযােগিতা করার উদ্দেশ্যেই শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করা হয়েছে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান