You dont have javascript enabled! Please enable it! 1971.07.24 | ২৪ জুলাই শনিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

২৪ জুলাই শনিবার ১৯৭১

ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘােষণা করেন আগামীকাল (২৫ জুলাই) বেআইনি ঘােষিত আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদ, আবদুল মান্নান ও দি পিপল সম্পাদক আবিদুর রহমানের সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন আর উইন ভারতে বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে সিনেটের বিচারবিভাগীয় সাব-কমিটিতে বলেন, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন কাজ ত্বরান্বিত করার জন্য পূর্ব পাকিস্তান-ভারত সীমান্তে জাতিসংঘের পর্যবেক্ষক দল মােতায়েনের প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানিয়েছে কিন্তু ভারত তা গ্রহণ করেনি।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান