২৩ জুলাই শুক্রবার ১৯৭১
মার্কিন সিনেটে ডেমােক্র্যাট দলীয় সিনেটর স্টুয়ার্ট সিমিংটন প্রশাসনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে অস্ত্রশস্ত্র সরবরাহ বন্ধ না করার অভিযােগ করেন। তিনি বলেন, পাকিস্তানে যে অস্ত্র পাঠানাে শুরু হয়েছে তা আইনসঙ্গত অধিকার বলেই বন্ধ করা যেত। কিন্তু প্রশাসন ইচ্ছা করেই সে সিদ্ধান্ত নেয়নি।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান