You dont have javascript enabled! Please enable it! যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তালিকা (১৯৭৪-২০১৯) - সংগ্রামের নোটবুক

যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তালিকা

আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।  শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। 

কংগ্রেস ও সাল সভাপতি (চেয়ারম্যান) সাধারণ সম্পাদক
প্রথম কংগ্রেস (১৯৭৪) শেখ ফজলুল হক মনি এডভোকেট সৈয়দ আহমেদ
দ্বিতীয় কংগ্রেস (১৯৭৮) আমির হোসেন আমু ফকির আব্দুর রাজ্জাক
তৃতীয় কংগ্রেস (১৯৮৬) মোস্তফা মহসিন মন্টু ফুলু সরকার
চতুর্থ কংগ্রেস (১৯৯৬) শেখ ফজলুল করিম সেলিম কাজী ইকবাল হোসেন
পঞ্চম কংগ্রেস (২০০৩)

 

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক (২০০৩-২০০৯)

মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী (ভারপ্রাপ্ত)(২০০৯ থেকে)

মির্জা আজম

 

ষষ্ঠ কংগ্রেস (২০১২) মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী মোঃ হারুনুর রশীদ
সপ্তম কংগ্রেস (২০১৯) শেখ ফজলে শামস পরশ মাইনুল হোসেন খান নিখিল

প্রতিষ্ঠার পর থেকে দায়িত্বপ্রাপ্ত  যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয়গণের নাম ও মেয়াদকাল

প্রথম কংগ্রেস–  ১৯৭৪ – চেয়ারম্যানঃ  শেখ ফজলুল হক মনি  , সাধারণ সম্পাদকঃ এডভোকেট সৈয়দ আহমেদ

দ্বিতীয় কংগ্রেস– ১৯৭৮ –   চেয়ারম্যানঃ  আমির হোসেন আমু , সাধারণ সম্পাদকঃ ফকির আব্দুর রাজ্জাক

তৃতীয় কংগ্রেস–  ১৯৮৬ – চেয়ারম্যানঃ   মোস্তফা মহসিন মন্টু , সাধারণ সম্পাদকঃ ফুলু সরকার

চতুর্থ কংগ্রেস– ১৯৯৬-  চেয়ারম্যানঃ শেখ ফজলুল করিম সেলিম , সাধারণ সম্পাদকঃ কাজী ইকবাল হোসেন

পঞ্চম কংগ্রেস– ২০০৩-২৪ জুলাই ২০০৯- চেয়ারম্যানঃ এডভোকেট জাহাঙ্গীর কবির নানক,

২৪ জুলাই ২০০৯- ভারপ্রাপ্ত চেয়ারম্যানঃ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী , ২০০৩ – সাধারণ সম্পাদকঃ   মির্জা আজম

ষষ্ঠ কংগ্রেস – ২০১২  – চেয়ারম্যানঃ   মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী , সাধারণ সম্পাদকঃ মোঃ হারুনুর রশীদ

সপ্তম কংগ্রেস – ২০১৯

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির বড় ছেলে এবং পেশায় একজন শিক্ষক। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল