You dont have javascript enabled! Please enable it! 1971.05 | মুজিব বাহিনীর চারটি সেক্টর ও হাই কমান্ডের তালিকা - সংগ্রামের নোটবুক
১।
পাক আর্মির সামনে না পড়লে যুদ্ধ করছি না। তবে, দু’চার জায়গায় সামনে পড়ে গেছি যুদ্ধ হয়েছে। আমরা তাে লড়াই শুরুই করিনি। আমাদের তাে পঞ্চবার্ষিক পরিকল্পনা। পাঁচ বছরের প্রথম বছরে কি করবাে , তৃতীয় এবং চতুর্থ বছরে কি করবাে তারপর সরকার তৈরি করবাে,—এই ছিল আমাদের সামগ্রিক পরিকল্পনা ।
২।
আগস্ট মাসে মুজিব বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা শুরু করলেও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে নামার কোন পরিকল্পনা তাদের ছিল না। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
৩।
‘র’ হিসেব কষে ফেলে, যে পরিকল্পনাকে সামনে রেখে মুজিব বাহিনী করা হচ্ছে তা অংকুরেই বিনষ্ট হতে যাচ্ছে এবং আশ্রয় নেয় ভিন্ন কৌশলের । আত্মপ্রকাশ ঘটে এক অদ্ভুত মতবাদের নাম তার মুজিববাদ!
৪।
তবে মুজিব বাহিনী তৈরি করে ‘র’ যা করতে চেয়েছিল, কার্যক্ষেত্রে ঘটে যায় উল্টোটি। কারণ, খােদ মুজিব বাহিনীর ভেতরই সমাজতন্ত্র, গণতন্ত্র ও বামপন্থী চিন্তাধারার অনুবর্তী ছিল শতকরা আশি ভাগ।
এগুলোর বিস্তারিত পড়ুন – লিংক https://songramernotebook.com/archives/62326