২০ জুলাই মঙ্গলবার ১৯৭১
ইসলামি সেক্রেটারিয়েটের মহাসচিব টুঙ্কু আবদুর রহমান প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। পাকিস্তানের নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মােজাফফর হাসান প্রদেশের নেভি ইউনিটগুলাে পরিদর্শনের জন্য ঢাকায় আসেন। কাউন্সিল মুসলিম লীগ সভাপতি মিয়া দৌলতানা বলেন, তাঁর দল পাকিস্তানের অস্তিত্বের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষপাতী নয়। তাঁর দল দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সরকারের যে-কোনাে পদক্ষেপকে স্বাগত জানাবে। লাহােরে সাংবাদিকদের সাথে আলাপকালে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, পূর্ব পাকিস্তানে এখানে-সেখানে কিছু বিস্ফোরণ ঘটছে কিংবা সীমান্ত এলাকায় গােলাগুলি চলছে যা মােটেই সহনীয় নয়। কিন্তু তাই বলে পুরােপুরি স্বাভাবিকতা ক্ষমতা হস্তান্তরের পূর্বশর্ত হতে পারে না। তাঁর দল ক্ষমতা হস্তান্তরের জন্য আর তিন মাস ধৈর্য ধরবে, এর বেশি নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং রাজ্যসভায় বক্তৃতাকালে বাংলাদেশের। নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনাে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ মুজিবুর রহমান সাড়ে ৭ কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের নেতা। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের রাষ্ট্রপতি। একটি দেশের রাষ্ট্রপতি ও সরকার। প্রধানের বিচার করার অধিকার অপর কোনাে রাষ্ট্রের নেই।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান