১৮ জুলাই রবিবার ১৯৭১
জাতিসংঘ উদ্বাস্তু হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান জেনেভায় বলেন, ভারতে পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য আরও বিপুল পরিমাণ সাহায্য প্রয়ােজন। কিন্তু তাদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তন হবে এ সমস্যার সর্বোৎকৃষ্ট সমাধান। হামিদুল হক চৌধুরী ও মাহমুদ আলী নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাংকের রিপাের্টকে ‘ভয়ঙ্কর অতিরঞ্জিত বলে অভিহিত করে বলেন, এ রিপাের্ট লােকমুখে শােনা কাহিনীর ওপর ভিত্তি করে রচিত । তারা বলেন, পূর্ব পাকিস্তানি হানাদারদের (মুক্তিবাহিনী) আশ্রয় দেওয়ার ভারতীয় নীতি পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ সৃষ্টির ইন্ধন হিসেবে কাজ করবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কেপলেন অসলােতে বলেন, নরওয়ে পূর্ব পাকিস্তানের ব্যাপারে কোনাে প্রকার হস্তক্ষেপ করবে না এবং বাংলাদেশকে স্বীকৃতি দেবে না কারণ এতে ত্রাণ কাজে জটিলতার সৃষ্টি হবে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান