You dont have javascript enabled! Please enable it!

১৫ জুলাই বৃহস্পতিবার ১৯৭১

ইসলামাবাদে জনৈক সরকারি মুখপাত্র বলেন, পাকিস্তান সরকার কমনওয়েলথের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রশ্নটি বর্তমানে বিবেচনা করছে। জামায়াতে ইসলামীর অস্থায়ী আমীর মিয়া তােফায়েল কুষ্টিয়ায় এক সমাবেশে সমাজবিরােধী কার্যকলাপ দমন ও প্রদেশব্যাপী দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, এক ব্যক্তি এক ডােট নীতি প্রবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট ইয়াহিয়া চিরদিনের জন্য পাকিস্তানে বাঙালিদের প্রভুত্ব প্রতিষ্ঠা করে দিয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ নিশ্চিত ক্ষমতা দখল করে দাবি প্রতিষ্ঠার পরিবর্তে বাঙালিদের এক অস্থায়ী দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছেন। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী ও পিডিপি নেতা মাহমুদ আলী জাতিসংঘ মহাসচিব উ থান্টের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের উদ্দেশে ভাষণদানকালে ঘােষণা করেন, সামরিক ।  বিজয়ই বাংলাদেশে সমস্যার একমাত্র সমাধান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় দেশকে শত্রুমুক্ত করা। বৈঠকে পরিষদ সদস্যরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার শপথ গ্রহণ করেন। বৈঠকে মুক্তিবাহিনীর নৌ ও বিমান শাখা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!