You dont have javascript enabled! Please enable it! 1971.07.09 | ৯ জুলাই শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৯ জুলাই শুক্রবার ১৯৭১

ড. হেনরি কিসিঞ্জার উপ-প্রধান সামরিক আইন প্রশাসক ও পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের সাথে সাক্ষাৎ করেন। পরে ড. কিসিঞ্জার প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে এক বৈঠকে মিলিত হন। মধ্যরাতে ড. কিসিঞ্জার গােপনে পিকিং যাত্রা করেন। নেজামে ইসলামের যুগ্ম-সম্পাদক মওলানা আব্দুল মতিন ও দলের পার্লামেন্টারি বাের্ডের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আহসান এক যুক্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সাথে কোনাে রকম আপস হতে পারে না। পাকিস্তান স্থায়ী হবার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তারা আশা প্রকাশ করেন, পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য যথাবিহিত ব্যবস্থা নেওয়া হবে। তারা এ উদ্দেশ্যে প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও সহযােগিতার আশ্বাস দেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান