You dont have javascript enabled! Please enable it!

৮ জুলাই বৃহস্পতিবার ১৯৭১

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. হেনরি কিসিঞ্জার সকালে নয়াদিল্লি থেকে রাওয়ালপিন্ডি আসেন। সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। এর আগে ড. কিসিঞ্জার ও পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড, প্রেসিডেন্ট ইয়াহিয়ার উপদেষ্টা এম, এম, আহমদ ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী এক বৈঠকে বসেন। পাকিস্তান শান্তি ও জনকল্যাণ কাউন্সিলের সভাপতি মৌলবী ফরিদ আহমদ পাকিস্তান সরকারের বিশেষ দূত হিসেবে মিসর ও সৌদি আরব সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করে এক বিবৃতিতে বলেন, তিনি দেশের বর্তমান গুরুতর সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঘােষণা করা হয় মার্কিন সরকারের বিধিনিষেধ আরােপ সত্ত্বেও মার্কিন সামরিক সাজসরঞ্জাম পাকিস্তানে পাঠানাে হবে। এর মূল্য এক থেকে দেড় কোটি ডলার।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!