১ জুলাই বৃহস্পতিবার ১৯৭১
পাকিস্তান সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য না করার জন্য ভারতের ওপর তাদের প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব উ থান্ট, উদ্বাস্তু কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান এবং অন্যান্য বন্ধু সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত শিল্পমন্ত্রী মইদুল হক ইরানের শাহের সাথে সাক্ষাৎ শেষে তেহরানে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তান বাংলাদেশের সত্যিকার জনপ্রতিনিধিদের সাথে সমঝােতায় পৌঁছার পর ভারত উদ্বাস্তু সমস্যা নিয়ে আলােচনা করতে প্রস্তুত। ঢাকায় সরকারিভাবে ঘােষণা করা হয় চট্টগ্রাম থেকে নির্বাচিত এমপিএ সিরাজুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে শক্তিশালী। পাকিস্তানের জন্য কাজ করার অঙ্গীকার ঘােষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানে অস্ত্র বিক্রির প্রতিবাদে বাংলাদেশের কয়েক হাজার শরণার্থী কলকাতাস্থ মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। জেনেভায় জাতিসংঘের উদ্বাস্তু কমিশনার অফিস থেকে ঘােষণা করা হয় বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ, বিভিন্ন সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠন এ পর্যন্ত ভারতকে নগদ অর্থ ও সামগ্রী বাবদ ১৬ কোটি ডলার সাহায্য দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লন্ডনের ‘টাইমস’ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নয়া পরিকল্পনা পূর্ববঙ্গের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলবে। খুলনা জেলা শান্তি কমিটির আহবায়ক মওলানা এ. কে, এম, ইউসুফ এক বিবৃতিতে পাকিস্তান রক্ষার জন্য প্রশংসনীয় উদ্যোগ নেওয়ায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও গভর্নর টিক্কা খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ. খালেক এক। বিবৃতিতে পাকিস্তানবিরােধী দুষ্কৃতিকারীদের (মুক্তিযােদ্ধা) দুষ্কর্ম’ প্রতিরােধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আবেদন জানান। তিনি প্রত্যেক গ্রামে ডিফেন্স পার্টি গঠনের আহ্বান জানান। জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের বাধা প্রদান সংক্রান্ত পাকিস্তানের অভিযােগ খণ্ডন করে বলেন, স্বদেশ প্রত্যাবর্তনেচ্ছু শরণার্থীদের বাধাদানের পেছনে ভারতের কোনাে স্বার্থ রয়েছে এমন কোনাে প্রমাণ পাওয়া যায়নি। কংগ্রেসম্যান কর্নেলিয়াস গ্যালঘর মার্কিন প্রতিনিধি সভায় পাকিস্তানে অস্ত্র সরবরাহ বন্ধ রাখার উদ্দেশ্যে একটি বিধিনিষেধ জারির জন্য প্রশাসনের প্রতি অনুরােধ জানান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান