You dont have javascript enabled! Please enable it! 1971.06.29 | ভাসানীর বিবৃতি - সংগ্রামের নোটবুক

 ২৯ জুন মঙ্গলবার ১৯৭১

ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনাে আপস হতে পারে না। বাংলাদেশের জনগণ রাজনৈতিক মীমাংসার নামে কোনাে আপস করবে না। আমরা মুক্তিযুদ্ধ করছি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে আনব। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ. এইচ, এম, কামরুজ্জামান এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘােষিত আওয়ামী লীগ দলীয় পরিষদ সদস্যদের আসনে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বলেন, অখণ্ড পাকিস্তান এখন মৃত এবং ইতিহাসের আঁস্তাকুড়ে ঠাই নিয়েছে। বাংলাদেশে ইয়াহিয়া খান সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। স্বআরােপিত একনায়ক ইয়াহিয়ার বাংলাদেশ বিষয়ে কোনাে সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই। ইয়াহিয়া নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। ইয়াহিয়া সরকার নয়, শেখ মুজিবুর রহমানের সরকারই বাংলাদেশের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি । আমরাই বৈধ রাজনৈতিক কর্তৃপক্ষ। বাংলাদেশের জনগণ আমাদের ছাড়া কোনাে বিদেশি সরকারের চাপিয়ে দেওয়া শাসনতন্ত্র মেনে নেবে না। আমরা দেশ শত্রুমুক্ত করার জন্য মুক্তিসংগ্রাম করছি এবং আমাদের মুক্তিবাহিনী শত্রুকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম। জনগণ আওয়ামী লীগের পেছনে রয়েছে। মুক্তাঞ্চল বাংলাদেশ সরকারের কেবল পূর্ণ নিয়ন্ত্রণেই নেই, সেখানে বেসামরিক প্রশাসন স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করছে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান