You dont have javascript enabled! Please enable it!

১ জুন মঙ্গলবার ১৯৭১

ময়মনসিংহে পাকসেনারা মুক্তিবাহিনীর গােপন আস্তানা থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযােগে বহু তরুণকে গ্রেফতার করে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় : ড, এম, এন, হুদা, ড. এ. বি. এম. হাবিবুল্লাহ, ড, এম, ইন্নাস আলী, ড. এ. কে. নজমুল করিম, ড. মফিজুল্লাহ, অধ্যাপক আতিকুজ্জামান খান, অধ্যাপক মুনির চৌধুরী, ড. কাজী দীন মুহাম্মদ, ড. মুহম্মদ এনামুল হক, ড. নীলিমা ইব্রাহিম, ড. এস, এম, আজিজুল হক, ড. মােহাম্মদ মনিরুজ্জামান, ড. এ. কে. রফিকুল্লাসহ প্রায় সকল শিক্ষক কাজে যােগদান করেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান