১ মে শনিবার ১৯৭১
পাকিস্তানি সেনাবাহিনী রামগড়ের ওপর গােলাবর্ষণ শুরু করে। ঢাকায় সামরিক কর্তৃপক্ষ নগরীর রেল লাইন ও সড়কের উভয় পাশের অননুমােদিত বাড়িঘর ও বস্তি সরিয়ে ফেলার নির্দেশ দেন। ময়মনসিংহ থেকে নির্বাচিত প্রাদেশিক সদস্য এস, বি, জামান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করেন। তিনি পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সহযােগিতা করার জন্য ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানান। ভারতের শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরী আগরতলায় শরণার্থী শিবির পরিদর্শনকালে বলেন, বাংলাদেশ একটি বাস্তব ঘটনা। এর ভবিষ্যৎ সম্পর্কে কোনাে সন্দেহ নেই । বাঙালিরা শেষ পর্যন্ত জয়ী হবেনই। বিশ্ববাসীর উচিত একে স্বীকার করে নেওয়া।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান