You dont have javascript enabled! Please enable it! 1971.08.16 | ভারত-সােভিয়েট যুক্ত বিবৃতি | বাংলাদেশ | ১৬ আগস্ট ১৯৭১ - সংগ্রামের নোটবুক

ভারত-সােভিয়েট যুক্ত বিবৃতি | বাংলাদেশ | ১৬ আগস্ট ১৯৭১

বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানে গুরুত্ব আরােপ। মুজিবনগর ১১ ই আগষ্ট ভারত ও সােভিয়েট ইউনিয়ন আজ এক যুক্ত বিবৃতিতে পূর্ববঙ্গ সমস্যার ‘রাজনৈতিক সমাধানের জন্য জরুরী ব্যবস্থালম্বনের দাবী জানান। এই সমস্যার কোন সামরিক সমাধান হতে পারে না বলে ভারত ও সােভিয়েট সরকারদ্বয় সুস্পষ্ট অভিমত প্রকাশ করেছে। বাংলাদেশ সমস্যা সম্পর্কে ভারত সােভিয়েট ইউনিয়নের মতামত প্রায় অনুরূপ বলে সরকারী সূত্রে প্রকাশ। সদ্য সম্পাদিত চুক্তির নবম অনুচ্ছেদ উপ-মহাদেশে যুদ্ধ আশঙ্কা আলােচনার অংশ হিসেবে বাংলাদেশ পরিস্থিতিকে বিবেচনা করা হয়। | শরণার্থীরা যাতে নিরাপদে তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারেন সে রকম অবস্থা সৃষ্টির জন্য দায়ী জানিয়ে যুক্ত বিবৃততে বলা হয়েছে যে, একমাত্র ঐ অবস্থায় পাকিস্তানের সমগ্র জনগণের স্বার্থ এবং ঐ এলাকায় শান্তি রক্ষিত হতে পারে। একমাত্র রাজনৈতিক সমাধানই পাকিস্তানের সমগ্র জনগণের চাহিদা পূরণ করতে পারে এবং তা না হলে শুধু পূর্ববঙ্গের নয় সমগ্র পাকিস্তানের ভবিষ্যৎ বিপদাপন্ন হতে পারে।

বাংলাদেশ (১)১:১১ ১৬ আগস্ট ১৯৭১

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!