You dont have javascript enabled! Please enable it!

সন্দ্বীপসহ দু’টি দ্বীপ ২০ বৎসরের জন্য মার্কিন সরকারকে নৌঘাটি করতে দিলে ওয়াশিংটন শেখ মুজিবকে সমর্থন দিবে

(ষ্টাফ রিপাের্টার) মার্কিন অস্ত্রশস্ত্রের বিনিময়ে জঙ্গীশাহী ইয়াহিয়া খান বাংলা দেশের দুটি দ্বীপ ২০ বৎসরের জন্য ইজারা দিয়েছে। এখানে প্রাপ্ত এক চাঞ্চল্যকর খবরে প্রকাশ, মার্কিন রাষ্ট্রদূত মিঃ জোশেফ ফারল্যাণ্ড এবং ইয়াহিয়া খান সম্প্রতি ইসলামাবাদে এই চুক্তি স্বাক্ষর করেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, নির্বাচনের পরপরই মিঃ ফারল্যাণ্ড বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে প্রস্তাব দিয়েছিলেন যে বাংলাদেশের সন্দ্বীপসহ দু’টি দ্বীপ ২০ বৎসরের জন্য মার্কিন সরকারকে নৌঘাটি করার জন্য ব্যবহার করতে দিলে ওয়াশিংটন শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিবে। কিন্তু বঙ্গবন্ধু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং ফারল্যাণ্ডকে ঘর থেকে বের করে দেন।

 সাপ্তাহিক বাংলা ১; ৪৪ ১১ নভেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!