You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | ৩১ ভাদ্র ১৩৭৮ শুক্রবার ১৭ সেপ্টেম্বর | একাত্তরের দশ মাস - রবীন্দ্রনাথ ত্রিবেদী - সংগ্রামের নোটবুক

৩১ ভাদ্র ১৩৭৮ শুক্রবার ১৭ সেপ্টেম্বর

জয়পাইগুড়ি জেলার চাউলহাটি সীমান্তের নিকট দিনাজপুরের পচাগড়, দেবীগঞ্জ ও ঠাকুর গাঁ খণ্ডে মুক্তিবাহিনীর সঙ্গে পাকসেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। মুক্তিবাহিনী পার্বতীপুর- শান্তাহারের মধ্যে টেলিযোগাযোগ নষ্ট করে দেয়।

জাতিসংঘে জোট নিরপেক্ষদেশগুলোর প্রতি ভারত অবিলম্বে পূর্ববাংলার সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানায়।

প্রধানমন্ত্রী তাজউদ্দীন ও ভারতীয় প্রতিনিধি ডিপি ধরের মধ্যে সম্মাতির ফলশ্রতিতে মুক্তিবাহিনীতে বামপন্থীদের অন্তর্ভুক্ত করার নীতিগতভাবে সম্মত হয়।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ডাঃ আব্দুল মোতালেব মালিককে গভর্ণর নিযুক্ত করেন। পূর্বপাকিস্তানে ১০ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ শপথ নিয়ছে। এদের মধ্যে মুসলীম  লীগের দু’জন  জনাব আব্দুল কাশেম ও নওয়াজেশ আহমদ; জামাতে ইসলামের দু’জন জনাব আব্বাস আলী খান ও মৌলানা কে এম ইউসুফ ; আধুনালুপ্ত আঃ লীঃ  দু’জন  জনাব ওবায়দুল্লাহ মজুমদার ও শামসুল হক ; কৃষক শ্রমিক পার্টির জনাব ে এস এম সোলায়মান ; নেজামে ইসলামের মওলানা মোহাম্মদ ইসতাক ; কনভেনশন মুসলিম লীগের জনাব আখতাউদ্দীন আহম্মদ, এবং মিঃ আউং শু প্রু। (দৈঃ পাঃ) উল্লেক্ষ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পুর্ব পাকিস্তানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজকরছে এটা দেখানোর জন্যেই এই তাবেদার মন্ত্রী-পরিষদ গঠন করা হয়। এই অগণতান্ত্রিক পন্থায় মন্ত্রী পদ গ্রহণের ব্যাখ্যা দান কালে জামাতে ইসলামী আমীর অধ্যাপক গোলামে আযম বলেন, ‘প্রদেশের সক্রিয় জনগণ এখন দু’ভাগে বিভক্ত, একদল পাকিস্তানকে ধ্বংস করতে চায়, আর একদল পাকিস্তানকে রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। জামাতে ইসলামী শেষোক্ত দলভুক্ত।’

-India asks non-aligned countries in United Nations to take a stand on East Bengal. Dr. A.M. Malik, Governor East Bengal Appointed by Yahya Khan announced the formation of a 10 member cabinet.(সংবাদপত্র)

জেনারেল নিয়াজী গতকাল চট্টগ্রামে শান্তি কমিটির সদস্যদের বলেন, ‘পাকিস্তান হচ্ছে ইসলামের দুর্গ এবং যারা পাকিস্তানকে ধ্বংসের তৎপরতায় লিপ্ত, তারা কার্যতঃ ইসলামের শত্রু। তিনি আরো বলেন, এই রাষ্ট্রের নাগরিকদের জন্য ইসলামী নীতি সমূহের অনুসরণ অবশ্যই কর্তব্য। ইসলামে জাগতিক সুখ শান্তি ও আখেরাতে মুক্তির বিধান রয়েছে। ইসলামী জীবনযাত্রা পদ্ধতি অনুসরণের মাধ্যমে মুসলিম জাতি তাঁর গৌরবময় শিখরে আরোহন করতে পারে।’ এর আগে জেনারেল নিয়াজী ট্রেনিং গ্রহনরত রাজাকারদের কছরৎ পরিদর্শন করেন। (দৈঃ পাঃ)

সাপ্তাহিক জয়বাংলা পত্রিকায় পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মোশতাক আহমদের সাথে ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত অধ্যাপক গলব্রেথের সম্প্রতি মুজিবনগরে এক বৈঠকের ছবি ছাপা হয়। এদিন সাপ্তাহিকীর মূল প্রতিবেদনে জাতিসংঘে বানলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী হিসেবে খন্দকার মোশতাকের নাম ছাপানো হপ্য এবং বক্তব্যে বলা হয় জনাব মোশতাক আহমেদ জানায়, তাঁর রি সফরে এই শান্তি, গনতন্ত্র ও স্বধীনতাকামী বিশ্বমানবের সমর্থনকে কাজে লাগাবেন।’

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ সদস্য জনাব শাহজাহান সিরাজ শিক্ষা দিবস (১৭ সেপ্টেম্বর) উপলক্ষে এক বিবৃতি দান করেন। (৪ খণ্ড পৃঃ ৫৬৯)

মুক্তিযোদ্ধারা রাজশাহী ও নাটোরের মধ্যে দুটি বড় মাইন চার্জ একটি মালবাহী ট্রেনের ১২টি ওয়াগান লাইনচ্যুত করে। ফলে ৫০ জন পাকসেনা নিহত ও আরো ৩০ আহত হয় বলে জানা যায়।

-ফারসী সাহিত্যিক আদ্রে মালরো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে এক পত্রে জয় প্রকাশ নারায়ণের কাছে মন্তব্য করেন যে, “বাংলাদেশের ঘটনা বিশ্বের করুণতম ঘটনাবলীর অন্যতম। কোন আবেদন নিবেদন করে কোন ফল হবে না। বাঙালীদের বুঝতে হবে বর্তমান যুদ্ধ তাদের অস্তিত্বের লড়াই। গেরিলা যুদ্ধই ভালভাবে চালিয়ে যাওয়া তাদের উচিৎ। বিদেশের কাছে গণতন্ত্র ও মানবতার নামে দরখাস্ত দাখিলের চেয়ে বাঙালীদের আজ বেশী প্রয়োজন সামরিক সংগঠন।” উল্লেখ্য সাপ্তাহিক টাইম ম্যাগাজিন (আগষ্ট২) এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অচিরে এশিয়া ভুখণ্ডে একটি নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। সমস্যাটি হলো বাংলাদেশ। ভিয়েত্নামের অনুরূপ রূপ নিয়ে দেখা দেবে এ সমস্যা, কিন্তু ভিয়েতনামের সাথে এর ব্যতীক্রম হলো, বাঙালীরা জাতীয়তাবাদ দ্বারা অনুপ্রাণিত। ঐ পত্রটি হয়তো তাঁর এই সাক্ষাৎকারেই অনুসিদ্ধান্ত।

Reference:

একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী