You dont have javascript enabled! Please enable it!

১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ করাচী আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক

করাচী আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক মালির উপকণ্ঠে (উত্তর করাচী) আওয়ামী লীগের অফিস উদ্বোধন কালে বলেছেন আওয়ামী লীগ শুধু পূর্ব পাকিস্তানেই নয় পশ্চিম পাকিস্তানেও অনেক শক্তিশালী। তিনি দলের কর্মীদের উদ্দেশে দলের ২০ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে বলেন এই দলটি দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধীদল করে আসছে। জনগন বিগত বছর গুলোতে দলের নেতা শেখ মুজিবকেকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ৭০ এর নির্বাচনে তার উপর পূর্ণ আস্থা রেখেছে। শেখ মুজিব গনতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বিধায় ভুট্টোর সাথে শাসনতন্ত্র বিষয়ে বৈঠক করেছেন। শেখ মুজিবের দাবী মতে ১৫ ফেব্রুয়ারী জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য ইয়াহিয়ার প্রতি তিনি আহবান জানান।