সংগ্রামের নোটবুক এর প্রচেষ্টাসমূহ:
::::::::::::::::::::::::::::::::::::::::::::
🧱 স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্বোচ্চসংখ্যক ক্যাটাগরিসমৃদ্ধ ওয়েবসাইট প্রস্তুতকরণ। এখন পর্যন্ত সংগ্রামের নোটবুক ওয়েবসাইট স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ ওয়েবসাইট।
.
🎞বঙ্গবন্ধুর 396 টি ভাষণ সংগ্রহ ও প্রচার
.
©️ প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের ইনফোগ্রাফি প্রকাশ
.
©️ দেশে প্রথমবারের মতো “মুক্তিযুদ্ধের জন্য ১ মিনিট” শিরোনামে ১ মিনিটের ভিডিও ক্লিপ প্রদর্শন
.
©️ প্রথমবারের মত “বঙ্গবন্ধু অনলাইন এক্সিবিশনে”র আয়োজন করা
.
মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সংখ্যক প্রমাণাদি সহ একটি পূর্নাঙ্গ টাইমলাইন প্রস্তুতকরন
.
শিশুদের কাছে মুক্তিযুদ্ধকে সহজে প্রকাশের উদ্যোগে গ্রাফিক নভেল (কমিকস) সিরিজ আকারে প্রকাশ
.
বিদেশী প্রকাশনাসংস্থা, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধভিত্তিক 527 টি গবেষণাপত্র (72% are original articles) অবমুক্তকরণ ও অনুবাদ।
.
©️ ভাষা ও মুক্তিযুদ্ধকে আরও বেশি জনপ্রিয় করার জন্য প্রথমবারের মত চালু হল ফেসবুক লাইভ টাইপিং প্রতিযোগিতা।
.
ফেইসবুকে জটিল তথ্য এড়িয়ে সাধারণ জনগণের জন্য বোধ্যগম্য ভাষায় বেসিক তথ্য প্রচার
.
বিদেশী পত্রিকার মুক্তিযুদ্ধকালীন নিউজ অনুবাদ, প্রচার-
১৯৪০ থেকে ২০০৯ পর্যন্ত সময়ের বিভিন্ন পত্রিকা (ফুল পেইজ) ওয়েবসাইটে উন্মুক্তকরণ
বিস্তারিত লিংক https://songramernotebook.com/newspapers
যুগান্তর পত্রিকা ১৯৩৭ থেকে ১৯৮০ পর্যন্ত
অমৃতবাজার পত্রিকা ১৮৯৫ থেকে ১৯৪৯ পর্যন্ত
মুক্তি পত্রিকা ১৯২৫ থেকে ১৯৭৯ পর্যন্ত
১৯৪৮ থেকে ১৯৭০ পর্যন্ত বেশিরভাগ সালের আজাদ, মর্নিং নিউজ, ডন
The Newsweek পত্রিকার 37 টি (সকল) লেখা সংগ্রহ, অনুবাদ ও প্রচার
The Economist পত্রিকার 32 টি (সকল) লেখা সংগ্রহ, অনুবাদ ও প্রচার
Red Cross এর 43 মাসের (71-75) রিলেটেড পেপারস অনুবাদ
The Times of India পত্রিকার ১৯৭৬ পর্যন্ত ৮৫২ টি (সকল) মূল কপি ওয়েবসাইটে যুক্তকরন।
Far Eastern Economic Review এর ১৯৬৫ থেকে ১৯৭৫ পর্যন্ত সকল আর্টিকেল সংযুক্তকরণ।
The New York Times – 50 টি
Baltimore Sun 13 টি
BBC 129 (media) টি
Time 11 টি
The Times 8 টি
Chicago Sun Times 1 টি
Christian Science Monitor 1 টি
Daily Mirror 3 টি
Detroit free press 1 টি
Daily Telegraph 15 টি
Financial times 1 টি
Guardian 8 টি
Hindustan Times সকল আর্টিকেল
Jakarta Times 1 টি
Le Monde 1 টি
New Statesman 3 টি
New herald 2 টি
Pravda 2 টি
The Evening Star 4 টি
Wall Street Journal 2 টি
Washington Post 9 টি
Washington Daily news 1 টি
Saturday Review 1 টি
Sunday Times 4 টি
Others 94 টি
.
যেসকল বাংলা পত্রিকার তথ্য কম্পাইল করা হয়েছে সেগুলো হচ্ছে –
বাংলার বাণী ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সকল কপি
অমৃতবাজার – ৭৫
আনন্দবাজার – ১৫৫
ইত্তেফাক – ৭১ সালের সকল সংখ্যা এবং আরও ৩৬ টি পোস্ট
কালান্তর – ৮
গনসংহতি – ২৩
জনকণ্ঠ – ১২৪
জয় বাংলা – ৭১ সালের সকল সংখ্যা
জাগরণ – ২৪
ত্রিপুরা – ৯২
দেশের ডাক – ১২২
দৈনিক পাকিস্তান – ৩০
পূর্বদেশ – ৩৬, একাত্তরের সকল কপি।
হক কথা পত্রিকার সকল সংখ্যা
দৈনিক আজাদ ১৯৬৬
দৈনিক সংবাদ ১৯৬৬ দৈনিক পাকিস্তান ১৯৬৮
Daily Observer 1970
Hindustan Standard 1971
দেশ পত্রিকা ১৯৪৫- ১৯৫১
আজাদ ১৯৩৬-১৯৭১
অন্যান্য – ২৩৬
মুক্তিযুদ্ধের ঘটনাবিজড়িত 6,190 টির অধিক স্থানকে গুগোল ম্যাপে চিহ্নিতকরণ (কৃতজ্ঞতা – মুক্তিপিন)
.
মুক্তিযুদ্ধের বই পড়তে আগ্রহী করার জন্য কন্ঠযোদ্ধার আয়োজন করে নিয়মিত ভিডিও ও অডিও সংগ্রহ ও প্রচার।
.
তথ্যভিত্তিক ও আলোচিত ঘটনার উপর চমৎকার ৭ টি ডকুমেন্টারি নির্মান ও প্রচার
.
মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও ও ডকুমেন্টারির ইংরেজি ও বাংলা সাবটাইটেল সংযোজন
.
সংগৃহীত 1448 টি ভিডিওর ওপর কাজ চলমান।
.
এছাড়া মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাকে ১ মিনিটে সংক্ষিপ্ত করে ভিডিওতে রূপান্তর করতে “মুক্তিযুদ্ধের জন্য ১ মিনিট” নামে একটি প্রজেক্ট চলমান।
.
সর্বোচ্চসংখ্যক (1200+) বধ্যভূমির তালিকা সংগ্রহ ও প্রচার
.
দেশব্যাপী 221 টি স্মৃতিসৌধের তালিকা সংগ্রহ ও প্রচার
.
336 টি শরনার্থি শিবিরের নাম সংগ্রহ
.
জেলাভিত্তিক রাজাকারের তালিকা সংগ্রহ ও একীভূতকরণ (Update: 18821 জন)
.
মুক্তিযুদ্ধের সর্বোচ্চসংখ্যক (441 টি) কার্টুন ও ড্রয়িং কম্পাইল ও প্রচার
.
মুক্তিযুদ্ধভিত্তিক 19,213 টি ছবি সংগ্রহ ও প্রচার (17.09.2019)
.
মুক্তিযুদ্ধভিত্তিক 3152 টি বই অনলাইনে পড়ায় আগ্রহী করতে একটি পাওয়ারফুল কনভেনিয়েন্ট ইউজার ইন্টারফেইস সংযুক্তকরন
.
সঠিক ইতিহাসের সন্ধানে ভুল দলিলপত্রগুলোকে চিহ্নিতকরণ ও সচেতনতা বৃদ্ধি
.
মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহকরন
.
মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগীতার আয়োজন
.
বিনামূল্যে মুক্তিযুদ্ধের বই বিতরণ
.
বিভিন্ন বিখ্যাত গ্রন্থ অনুবাদ ও প্রকাশের ব্যাবস্থা গ্রহণ
https://songramernotebook.com/books-research-papers-2
.
এছাড়া বাংলায় লেখা বই থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ লেখা বাছাইকরণ ও প্রচারের কাজও চলমান।
.
আমাদের মুক্তিযুদ্ধ সিরিজের গ্রাফিক নভেলের কাহিনী তালিকা
1. হেমায়েত বাহিনী
2. অপারেশন জ্যাকপট
3. অপারেশন কিলোফ্লাইট
4. অপারেশন ফার্মগেইট
5. অপারেশন সুখানপুকুর রেলস্টেশন
6. মুক্তিযোদ্ধা দুলা
7. অপারেশন বিগ বার্ড
8. স্টপ জেনোসাইড
.
জেলাভিত্তিক ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ ও একীভূতকরণ
.
জেলাভিত্তিক বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ ও একীভূতকরণ
.
জেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের সাহায্যকারীদের তালিকা সংগ্রহ ও একীভূতকরণ
.
বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ
.
জেলাভিত্তিক ইতিহাস প্রচারে ৬৪ টি গ্রুপ মেইন্টেইনেন্স
.
ICT (International Crimes Tribunal) এর তথ্যাবলী ও এসম্পর্কিত দেশী-বিদেশী আইন ও সংশ্লিষ্ট প্রকাশনা সংগ্রহ ও প্রচার
.
এছাড়া ২০২০ সালের December মাস পর্যন্ত আমরা 27818 টি ফেইসবুক পোস্ট এবং ওয়েবসাইটে 56946 টি পোস্ট সংযুক্ত করেছি।
.
২০১৮ সালের সেপ্টেম্বরে প্রকাশিত Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman বইটি অনলাইনে উন্মুক্তকরণ এবং বাংলা অনুবাদের কার্যক্রম চলমান।
.
নিয়মিতভাবে আমরা বিভিন্ন বই থেকে পোস্ট করে যাচ্ছি এবং সেগুলো ইউনিকোড করে যাচ্ছি যাতে বই অনুরাগী পাঠকরাও কিছু রসদ পান।
ইতোমধ্যে 491 টি বই ইউনিকোড করা হয়েছে।
সেগুলো দেখতে ওয়েবসাইটের বই সেকশনে দেখুন। লিংক
https://songramernotebook.com/books-research-papers-2
.
.
আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা
১। বঙ্গবন্ধুর জীবনের উপরে একটি পূর্নাংগ চলচ্চিত্র নির্মান
২। মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য বিষয় নিয়ে ভিডিওচিত্র নির্মান
৩। কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক গেইম নির্মান
৪। দেশের উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক স্থান সংরক্ষণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ
৫। স্কুলে স্কুলে মুক্তিযুদ্ধ (স্বল্প পরিসরে চলমান)
৬। মুক্তিযুদ্ধকালীন সকল পত্রিকার মেটাএনালাইসিস
৭। মুক্তিযুদ্ধভিত্তিক মাসিক পত্রিকা/ম্যাগাজিন/লিটল ম্যাগ টাইপ প্রকাশ
৮। “মুক্তিযুদ্ধ মেলা”র আয়োজন
৯। মুক্তিযোদ্ধাদের নানান দাবী বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ
১০। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের অংশগ্রহণে আরও নতুন পদক্ষেপ গ্রহণ
১১। মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটকের আয়োজন
১২। মুক্তিযুদ্ধের গানের পুনঃউপস্থাপন ও প্রতিযোগিতার আয়োজন
১৩। মুক্তিযুদ্ধের উপর ১০০ নম্বরের পূর্নাংগ সাবজেক্ট চালু (সিলেবাস নির্মান সম্পন্ন)
১৪। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় সাহায্য করার সকল ব্যবস্থা গ্রহণ
১৫। বিশেষ কারণে আরও কিছু পদক্ষেপ এখানে প্রকাশ করা হলোনা।
.
আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা ইনবক্স করুন।
যেসকল কাজে আমাদের সাপোর্ট দরকার তা হল –
1. Translating from English to Bangla
2. Bangla to Bangla typing
3. Audio to text typing
4. Video to text typing
5. Spelling checker
6. Simple Photo editing
7. Painting
8. Graphics & video editing
9. Website post preparation
10. Press and publication
11. Support to donate liberation war books
12. Compilation of some data
13. e-mail managers
14. Comments managers
15. Postal service
16. Quiz team
17. Wiki team
18. Newspaper analysis
19. Area wise online team
20. Sharing our posts.
21. Youtube subtitle editing team
.
.
.
.
.নোটিশ-০১
আপনি কি সংগ্রামের নোটবুকের সাথে কাজ করতে চান?
জ্যামে বসে আছেন? অথবা অবসর সময় কাটাচ্ছেন?
আপনার অবসর সময়কে সহজেই কাজে লাগাতে পারেন। যারা মুক্তিযুদ্ধ নিয়ে ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে কাজ করতে চান তারা ইনবক্স করতে পারেন। আমাদের প্রচুর কাজ বাকি আছে। প্রচুর তথ্য হাতে জমা। এগুলোকে দ্রুত অনলাইনে ছড়িয়ে দিতে চাই। মুক্তিযুদ্ধের ক্যাটাগরি ভিত্তিক গোছানো একটি বৃহত্তম ডাটাবেইজ গড়ার কাজ চলমান। আরও কিছু দুর্লভ তথ্য সংগ্রহ করেছি আমরা। সেগুলোর উপরেও বিশেষ কাজ চলছে।
এছাড়া যারা মুক্তিযুদ্ধের বই থেকে নানান ঘটনা পড়ে অর্থাৎ কণ্ঠ দিয়ে অডিও/ভিডিও করে দিতে চান তারাও জানাবেন।
আগ্রহীরা ইনবক্স করুন।
.নোটিশ-০২
জেলাভিত্তিক রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী, বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধা ও “মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী”দের তালিকা হচ্ছে; তথ্য দিন:
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তথ্য জমা দেয়ার লিংক – https://goo.gl/forms/swjoBl1kyhirxT4r1
.নোটিশ-০৩
সংগ্রামের নোটবুক
পদক, স্বীকৃতি বা সার্টিফিকেট নয়, মুক্তিযুদ্ধের চেতনায় গড়া কর্মঠ প্রজন্ম চাই
.
Visit the largest website on the liberation war of Bangladesh (https://songramernotebook.com/)
.
Visit our youtube channel – link –
https://www.youtube.com/channel/UCZqaicIrwxbuOwSPEJ99_Sg….
.
Follow us on Instagram – ID –
songramer_notebook
.
email us –
shongramer.notebook@gmail.com
.
©️সংগ্রামের নোটবুক
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
:::::::::::::::::