মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তি তালিকা
আন্তর্জাতিক সমর্থন ও সাহায্য ছাড়া কোন একটি দেশের মুক্তি আন্দোলন বর্তমান বিশ্বে সাধারণত সফল হয় না। এই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সরকারের বৈদেশিক মিশনসমূহের গুরুত্ব সহজেই অনুমান করা যেতে পারে। ১৮ এপ্রিল কলকাতাস্থ পাকিস্তান ডেপুটি হাই কমিশনে কর্মরত সকল বাঙালী কর্মকর্তা ও কর্মচারী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তারও পূর্বে পাকিস্তানের দিল্লীস্থ হাই কমিশনের দু’জন কর্মকর্তা ৬ এপ্রিল মুক্তিযুদ্ধের স্বপক্ষে যোগদান করেছিলেন।
ভারতের বাইরেও এ সময় মুক্তিকামী প্রবাসী বাঙালীরা সংগঠিত হয়ে সামর্থ্য অনুযায়ী স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন দেশে ব্যাপক জনমত তৈরিতে সচেষ্ট হন। পাকবাহিনীর গণহত্যা ও মুক্তিকামী জনতার ওপর অত্যাচারের বিরুদ্ধে তারা ছোট ছোট দলে একত্র হয়ে ইউরোপ-এ আমেরিকার বড় বড় শহরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন। একই সঙ্গে তারা শরণার্থীদের সহায়তা ও যুদ্ধ সরঞ্জামের জন্য চাঁদা সংগ্রহ করেন।
১ আগস্ট ৭১ লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারের জনসভায় প্রায় চল্লিশ হাজার লোকের সমাবেশ হলে বিশ্ববাসীর নজর বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়। শিক্ষক, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, বিদেশে অধ্যয়নরত ছাত্র ও প্রবাসে সাধারণ বাঙালীর ব্যাপক সহযোগিতা, মুক্তিযুদ্ধের স্বপক্ষে মিছিল ও প্রচার বিশ্ববাসীর কাছে বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সক্ষম হয়। স্বাধীনতাবাদী বাঙালীরা স্থানীয় সচেতন মহলের সহযোগিতা লাভ করে।
আগস্ট মাসের শেষের দিকে ভারতের বাইরে বৃটেনে সর্বপ্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয়। এরপর ধীরে ধীরে ৪টি মিশনসহ ১১টি প্রতিনিধিত্বকারী দফতর স্থাপন সম্ভব হয়। অক্টোবরে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে। তারা জাতিসংঘ সদর দফতরে অবস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে বাংলাদেশের স্বপক্ষে সমর্থনসূচক বিবৃতি আদায় করতে সক্ষম হন। জাতিসংঘের ৪৭টি সদস্য দেশ বাংলাদেশের পক্ষে জোরালো বক্তব্য রাখার ফলে ৮ নভেম্বর আমেরিকা পাকিস্তানের প্রতি অর্থ নিষেধাজ্ঞা বিল পাশ করে।
নাম | মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব |
এ.জে. এম হোসেন (মঞ্জু) | আহ্বায়ক, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
ড. এ.কে. এম মোশাররফ হোসেন | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
আবুল খায়ের নজরুল ইসলাম | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
এ.টি. এম ওয়ালী আশরাফ | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
শামসুদ্দীন চৌধুরী (মানিক) | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
বুলবুল মাহমুদ | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
সুলতান শরীফ | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
আখতার ইমাম | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
মোহাম্মদ শাহজাহান | সদস্য, ছাত্র সংগ্রাম পরিষদ, লন্ডন |
বাংলাদেশ স্টিয়ারিং কমিটি, লন্ডন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী | সভাপতি, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
শেখ আব্দুল মান্নান | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
শামসুর রহমান | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
কবীর চৌধুরী | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
আজিজুল হক ভূঁইয়া | আহ্বায়ক, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
মহিউদ্দিন আহমেদ | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
লুলু বিলকিস বানু | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
মিনহাজ উদ্দিন | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
বারিক উদ্দিন আহমেদ | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
কাজী রেজাউল হাসান | সদস্য, বাংলাদেশ স্টিয়ারিং কমিটি |
ড. অজয় রায় | সভাপতি, দেশ সংস্কৃতি সংগ্রাম পরিষদ |
অধ্যাপক নরেন বিশ্বাস | সদস্য, দেশ সংস্কৃতি সংগ্রাম পরিষদ |
অধ্যাপক লতিফ চৌধুরী | সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সহায়ক সমিতি |
শ্রীমতি পদ্মজা নাইডু | পরিচালক, বাংলাদেশ এইড কমিটি |
সত্যেন্দ্রনাথ | সভাপতি, বাংলাদেশ সহায়ক সমিতি |
পি. কে বস | কার্যকরী সভাপতি, বাংলাদেশ সহায়ক সমিতি |
এইচ. এম মজুমদার | কোষাধ্যক্ষ. বাংলাদেশ সহায়ক সমিতি |
দিলীপ চক্রবর্তী | সম্পাদক, বাংলাদেশ সহায়ক সমিতি |
সেৎসুরে সুরু সিমা | সাধারণ সম্পাদক, বাংলাদেশ সলিডারিটি ফ্রন্ট |
এভিলন চেৎকিন | সম্পাদক, ফ্রেন্ডস অব দ্য বাংলাদেশ মুভমেন্ট |
এ্যালভিন এফ. আর্নান্ড | সম্পাদক, নিউজিল্যান্ড ইউথ ইন্টারন্যাশনাল কমিটি |
এফ. আর খান | সভাপতি. ডিফেন্স লীগ স্থপতি বাংলাদেশ |
সৈয়দ আলী আহসান | সভাপতি, বাংলাদেশ আর্কাইভ কমিটি |
জামিল চৌধুরী | পরিচালক, বাংলাদেশ তথ্য ব্যাংক |
ডা. সাইদুর রহমান | সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
ডা. জাফরুল্লাহ চৌধুরী | সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
ডা. মবিন | সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
ডা. বরকত চৌধুরী | সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
ডা. আলতাফুর রহমান | সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
ডা. কাজী কামরুজ্জামান | সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন |
এম.এ. আর খান | সভাপতি, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
আজিজুল হক ভূঁইয়া | সাধারণ সম্পাদক, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
এ. রহিম চৌধুরী | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
এম.এ রাজ্জাক খান চৌধুরী | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
সুরাইয়া খানম | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
আরব আলী | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
এম. লোকমান | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
গাউস খান | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
এস.এম আইয়ুব | সদস্য, বাংলাদেশ এ্যাকশন কমিটি (ইংল্যান্ড) |
এম. মোজাম্মেল হক | সভাপতি, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (লন্ডন) |
মুন্নী রহমান | সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ সাংস্কৃতিক দল |
আবুল হোসেন সালাউদ্দিন | আহ্বায়ক, বাংলাদেশ সাহায্য সংস্থা (লসএঞ্জেলস) |
চন্দন দাস | সদস্য, বাংলাদেশ সাহায্য সংস্থা (লসলঞ্জেলস) |
জামাল মুন্সী | আহ্বায়ক, বাংলাদেশ সাহায্য সংস্থা (বার্কলে) |
আমিনা পন্নী | আহ্বায়ক, বাংলাদেশ সাহায্য সংস্থা (সানফ্রান্সিসকো) |
এনায়েতুর রহমান | সভাপতি, বাংলাদেশ লীগ (নিউ ইয়র্ক) |
মেজর আব্দুল মতিন | সভাপতি, আন্তর্জাতিক যোদ্ধা ব্রিগেড (ইন্দোনেশিয়া) |
Reference: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরনার্থী শিবির আসাদুজ্জামান আসাদ