বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোনাম। | সুত্র | তারিখ |
যুদ্ধরত সৈনিকদের ভাতা সম্পর্কে মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত। |
বাংলাদেশ সরকার কেবিনেট ডিভিশন। |
৩০ অক্টোবর, ১৯৭১ |
গোপনীয়
শনিবারে মন্ত্রিসভার অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত এবং মিনিটস সমূহ থেকে নেওয়া অক্টোবর ৩০, ১৯৭১
বিবিধ বিষয়সূচি ১৪ ( ক) :
মন্ত্রিপরিষদের বিবেচিত বর্তমান বেতন স্কেল , ভাতা ও অন্যান্য সুবিধাদি জেসিওদের সহ বাংলাদেশে যুদ্ধরত বাহিনীর অপরাপর শ্রেণির সৈন্যদের দেয়া হবে এবং যে সিদ্ধান্ত নিয়েছে জেসিও এবং অন্যান্য পদবী দের ৫০/- রুপী ভাতা দেওয়া হবে জেসিও/আরও প্রতি, যা সংযুক্ত হবে তাদের বর্তমান বেতন যথাক্রমে ১৫০/- রুপী এবং ৭৫/- রুপীর সাথে অক্টোবর মাস থেকে কার্যকর হয়ে নভেম্বরের শুরুতে প্রদেয় হবে, ১৯৭১। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৯৭১ সালের নভেম্বর হতে নিয়মিত অর্থ পরিশোধের ব্যবস্থা করা সমীচীন হবে। .
স্বাঃ /
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি .
নথি . নং: ১২৮ ( ২ ) , তারিখ: নভেম্বর ২ ,৭১ .
তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুগ্রহকরে ডিসিও-দের ১কপি পাঠিয়ে দেবেন ।
প্রতিরক্ষা সচিব
<003.096.185>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোণাম | সূত্র | তারিখ |
প্রতিরক্ষা বিভাগের পত্র বিনিময় ও প্রকাশনা সংক্রান্ত মাসিক রিপোর্ট |
বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় |
অক্টোবর, ১৯৭১ |
নং.
তারিখঃ অক্টোবর১৯৭১
প্রতি: মন্ত্রী পরিষদ সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আপনার মেমো নম্বর ১৭৭ (৭) সিএবি, তারিখ ২৭.০৯.৭১ এর জবাবে সাপ্তাহিক প্রতিবেদন এরকম :-
(১) চিঠি গ্রহণ ৮০
(২) চিঠি প্রেরণ ৫০
(৩) যুদ্ধ সংবাদ বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হচ্ছে প্রতিদিনই
এছাড়াও, মন্ত্রী পরিষদের সামনে বাজেট উপস্থাপন করা হয়েছে পাস করার জন্য।
প্রতিরক্ষা সচিব
<003.097.186>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোণাম | সূত্র | তারিখ |
মুক্তিফৌজের জন্য বিশ্রামাগার মিশন ঔষধ সংগ্রহ সংক্রান্ত একটি চিঠি |
বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিভাগ |
০২ নভেম্বর, ১৯৭১ |
বিষয়ঃ মুক্তিবাহিনীর জন্য বিশ্রামাগার ও ঔষধ
হরিয়ানা বাংলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির চেয়ারম্যান মি. গুলজারি লাই নন্দার কাছে গিয়েছিলাম আমি, পশ্চিবঙ্গের রাজ ভবনে। এই কথিত কমিটির কোষাধ্যক্ষ মি. এম কে ভিমানি ১৯৭১ সালের ৩০ অক্টোবর আমাকে অনুরোধ করেছিলেন ওখানে যাওয়ার জন্য। কথা বলতে গিয়েছিলাম ওপরে উল্লিখিত বিষয়টি নিয়ে। নন্দাজি সানন্দেই রাজী হলেন ৩০০ শয্যার বিশ্রামাগার চালাতে, সম্ভব হলে কলকাতায়। পুরো খরচই চালাবে তার কমিটি। তবে জুতসই জায়গা খুঁজে বের করতে হবে আমাদের বা মি. ভিমানিকে সাহায্য করতে হবে খোঁজায়। কোনো বাড়ি বা আঙিনা পেয়ে গেলেই হলো, তহবিল আর জিনিসপত্র প্রস্তুত। এই কাজের জন্য উপযুক্ত একটা জায়গা বের করতে যতভাবে চেষ্টা করা যায়, করতে হবে আমাদের। এখানে উল্লেখ করা যেতে পারে যে, আগরতলা, শিলং, তুরা ও কুচবিহারে এই কমিটির গড়া বিশ্রামাগারগুলো দারুণ কাজ করছে!
মুক্তিবাহিনীর ঔষধের ব্যাপারে নন্দাজিকে জানালাম, আমাদের ছেলেরা দশ জনের দলে বাংলাদেশে যাচ্ছে। ওদের ঔষধসহ ফার্স্ট এইড বক্স প্রয়োজন, যেটার মূল্য ১০০ রূপি। মি. ভিমানিকে বলেছি এরকম ১ হাজার বক্সের ব্যবস্থা করতে। এজন্য ১০ হাজার রূপি লাগবে এবং আমি মি. ভিমানিকে বলেছি আমাদের এরকম আরও ৯ হাজার ব্যাগ দিতে, যেজন্য প্রয়োজন হবে ৯০ হাজার রূপি। তিনি ব্যপারটি সদয় বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মেমো নম্বর. এইচএস/৩৪৯(১০) তারিখ: ০৩.১১.১৯৭১
(ড. টি. হোসাইন)
০২.১১.১৯৭১
সচিব
এইচ এন্ড ডব্লিউ
<003.098.187>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোণাম | সূত্র | তারিখ |
বাংলাদেশ সরকারের পুলিশ কর্মকারীদের বিভিন্ন জোনাল কাউন্সিলে নিয়োগের বিজ্ঞপ্তি | ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ | ৫ নভেম্বর, ১৯৭১ |
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কার্যালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিবনগর
কেন্দ্রীয় আদেশ নম্বর:. ৪৫
নিম্নে উল্লেখিত পুলিশ অফিসার, যারা সীমান্তে কাজ করছেন, এখানে প্রদত্ত নিদের্শনা অনুযায়ী তাদেরকে আঞ্চলিক কাউন্সিলে নিয়োগক দেয়া হলো। এখানে যেভাবে দেখানো আছে সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণের জন্য অনতিবিলম্বে তারা নিচে উল্লেখিত অঞ্চলের আঞ্চলিক পুলিশ অফিসারের কাছে রিপোর্ট করবে।
জোনাল পুলিশ অফিসারদের অনুরোধ করা হলো যেন তারা চেয়ারম্যান, জোনাল কাউন্সিল, জোনাল প্রশাসনিক অফিসার্স ও বি.ডি.এফ, কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে এই অফিসারদের দায়িত্বের কর্মপরিকল্পনা ঠিক করেন। এই পুলিশ অফিসাররা পুলিশের নৈমত্তিক দায়িত্বই পালন করবেন, যেভাবে নির্ধারণ করে দিয়েছে জোনাল কাউন্সিল। স্বাধীনতা কার্যক্রমের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই অফিসাররা নিজ নিজ জোনের বিমুক্ত অঞ্চলে নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
এখানে স্পষ্ট করে দেওয়া যাচ্ছে যে, হেডকোয়ার্টারে পুলিশ বিভাগের বাজেট থেকেই এই পুলিশ অফিসাররা প্রসূত। তাদের মাসিক সম্মানী ঠিক করবেন সহকারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং নভেম্বর মাস থেকেই চালুর জন্য পাঠিয়ে দেওয়া দেবে জোনাল কাউন্সিলে। যাতায়াত ভাতা, দৈনিক ভাতাসহ অন্যান্য ভাতাদি প্রসূত হবে পুলিশ বাজেট থেকেই। তাদের যাতায়াত ভাতা এখন থেকেই চালুর জন্য জোনাল পুলিশ অফিসারের মাধ্যমে সহকারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছে পাঠাতে বলা হলো।
জোনাল অফিসাররা দয়া করে এই পুলিশ অফিসারদের কাজে যোগ দেওয়ার প্রতিবেদন নিজ নিজ জোনাল কাউন্সিল হেডকোয়ার্টারে দাখিল করবেন।
(এ খালেক)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,
বাংলাদেশ।
মেমো নম্বর. ৫৩২ (৯২), তারিখ: ০৫.১১.১৯৭১
কপি পাবে :- (জানার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)
১. চেয়ারম্যান, জোনাল কাউন্সিল
২. জোনাল প্রশাসনিক কর্মকর্তা
৩. জোনাল পুলিশ অফিসার
৪. সচিব, সাধারণ প্রশাসনিক বিভাগ
৫. সচিব, স্বরাষ্ট্র বিভাগ
<003.098.188>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
৬) বি ডি এফের সেনাপতিদের জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা সচিব অনুরোধ জানিয়েছেন
৭)পরিদর্শক/এস.আই.এ.এস.আই
(এ.খালেক)
পুলিশ পরিদর্শক।
বাংলাদেশ
আঞ্চলিক সদরদপ্তরসমূহ পুলিশের আয়ত্তাধীন আঞ্চলিক পরিষদ
১) বারাসাত এস আই শহীদুজ্জামান
(বরিশাল,পটুয়াখালী ও খুলনা) এস আই কাঞ্চন কুমার ঘোষাল
এস আই মফিজউদ্দীন আহমেদ
এস আই হাকিম
এ এস আই রামনাথ মিত্র
২)বনগাঁও এস আই চৌধুরী আব্দুর রাজ্জাক
(ফরিদপুর ও যশোর) এস আই এম.এ মতিন
এস আই শামছুল আলম
৩)কৃষ্ণনগর এস আই এ.কে মকবুল আহমেদ
(পাবনা ও কুষ্টিয়া) এস আই মতিউর রহমান
এস এল সুশীল কুমার সরকার
এস আই মজিবুল হক
এস আই বিরেন্দ্রনাথ বিশ্বাস
এস আই আফজাল হোসেন
এস আই এ.কে. মুজিবুর রহমান
আর.এস আই আব্দুল মজিদ
এ এস আই হাতেম আলী
৪)মালদাহ এস আই সুভাষচন্দ্র মজুমদার
(রাজশাহী) পরিদর্শক মহিজউদ্দীন আহমেদ
এস আই ফিরোজ্জামান সরকার
এস আই রাকেন্দ্রনাথ লোভাল সামাদ্দার
৫)বালুরঘাট এস আই গোলাম মোস্তফা
(দিনাজপুর ও বগুড়া) এস আই এ. কুদ্দুস
এস আই ওবায়দুল হক
এস আই কাজী গোলাম মাহবুব
এস আই বজলুর রহমান
এস আই শফিকুল ইসলাম
এস আই ফানি ভূষণ বড়ুয়া
এস আই আকরাম আলী
<003.098.189>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
এস আই মোঃ ফকরুল মন্ডল।
এস আই শওকত আলী
এস আই আফজাল হোসেন
এস আই আতাউর রহমান
এ এস আই আশ্বিন কুমার সিংহ
এ এস আই এ.মজিদ
এ এস আই শাফিউদ্দীন আহমেদ
এ এস আই মেহের উদ্দীন
৬ কুচবিহা্র এস আই এ কে এম ফাজলুল হক বাসনিয়া
(রংপুর) এস আই আতাউর রহমান
এস আই রামেন্দ্র চন্দ্র খান
এস আই মোঃ নুরুল আলম
এস আই মকবুল হোসেন মিয়া
এস আই শামসুল মুন্সী
এস আই আব্দুল কাইয়ুম
এ এস আই বিভূতিভূষণ সরকার
এ এস আই এস এম রজব আলী
ইন্সপেক্টর,প্রিয়নাথ বর্মন
৭ তুরা সার্জেন্ট মাসুদুর রহমান
(ময়মনসিংহ এবং টাংগাইল)
(ময়মনসিংহ এবং টাংগাইল)
এ আর এস আই আহমেদ আলী আকন্দ
এস আই নুরুল ইসলাম চৌধুরী
এ আর এস আই রিয়াজউদ্দীন আহমেদ
এস আই শাইখ আব্দুর রহমান
এস আই নারায়ন চন্দ্র শর্মা
এস আই রুস্তম আলী
এস আই সহেন্দু বিকাশ চৌধুরী
৮ ডাউকি ইন্সপেক্টার এ কে এম মাহবুবুর রহমান
(সদর এবং সিলেটের সাব ডিভিশন সুনামগঞ্জ) এস আই শামসুর রহমান
৯ ধর্মনগর (সিলেটের মৌলভীবাজার ) এস আই মনীন্দ্র চন্দ্র গোপ
এস আই দেওয়ান হাফিজউদ্দীন
এ এস আই গোলাম তোহা
<003.099.190>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোনাম | সূত্র | তারিখ |
প্রতিরক্ষা সচিব কতৃক পংগু সৈনিকদের আশ্রয় নিবাস প্রতিষ্ঠার জন্য জোনাল কাউন্সিল-এর প্রতি নির্দেশ | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | ৫ নভেম্বর, ১৯৭১ |
তারবার্তা
জনাব কে এ রাকিব
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
প্রযত্নে শ্রী কে পি দত্ত
৫/১১ কুঞ্জবন পৌরসভা আগরতলা
দয়া করে জরুরী ভিত্তিতে ২০ সহ্যা বিশিষ্ট পংগু যোদ্ধা আবাসস্থল নির্মান করুন।এই যোদ্ধাদের বিনোদের জন্য কোন সু ব্যাবস্থা এর সাথে দেয়া যেতে পারে।পাশাপাশি এই আবাসস্থলে রাখার জন্য কিছু পংগু যোদ্ধাদের যোগাড় করা যেতে পারে।এর সাথে মোট ১৫০০০ টাকা জরুরী ভিত্তিতে দেয়া হল।এ দিয়ে দুই মাসের খরচ চলে যাওয়া উচিত।
(এ সামাদ)
টেলিগ্রাফ হবে না
মেমো নং তারিখঃ৫ নভেম্বর ১৯৭১
অনুলিপি ডাকযোগের মাধ্যমে নিশ্চিত করে পাঠানো হল জনাব কে এম রাকিব এর কাছে ,আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা ,প্রযত্নে শ্রী কে পি দত্ত,৫/১১ কুঞ্জবন পৌরসভা আগরতলা ত্রিপুরা।
(এ সামাদ)
<003.100.191>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোনাম | সূত্র | তারিখ |
শীতবস্ত্র কেনার জন্য সরকার কতৃক কর্মচারীদের আগাম প্রদানের বিজ্ঞপ্তি |
বাংলাদেশ সরকার সাধারন প্রশাসন বিভাগ |
৬ নভেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সাধারণ প্রশাসন বিভাগ
মেমো নং জি এ/ ১৯০৫ তারিখঃ নভেম্বর ৬,১৯৭১
বরাবর
সচিব, অর্থ বিভাগ
বিষয়: – শীতের কাপড়ের জন্য অগ্রিম অনুদান।
নিম্ন স্বাক্ষরকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার নিম্ন বর্নিত সরকারি কর্মচারীদের শীতের পোষাক কেনার জন্য অগ্রিম অর্থ অনুমোদন দিতে সম্মত হয়েছেন।
অগ্রিমের হার এবং ঋণ পরিশোধের সময়সূচি নিম্নরূপ:
প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাঃ সর্বোচ্চ ২০০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ১০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
তৃতীয় শ্রেণীর কর্মকর্তাঃ সর্বোচ্চ ১৫০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ২০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
চতুর্থ শ্রেণীর কর্মচারীঃ সর্বোচ্চ ১০০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ২০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
(কে আহমেদ)
উপসচিব (সংস্থাপন)
সাধারণ প্রশাসন বিভাগ
মেমো নং জি এ/ ১৯৭১/১ (৫০) তারিখ ৬ নভেম্বর, ১৯৭১
কপি পাঠিয়ে দেওয়া হলোঃ
(১) এমএনএ ইনচার্জ ……….
(২) চেয়ারম্যান …….. .. জোনাল কাউন্সিল।
(৩) চেয়ারম্যান পরিকল্পনা সেল।
(৪) চেয়ারম্যান, ট্রেড, কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড।
(৫) সচিব……..
(৬) বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল।
(৭) প্রধান প্রকৌশলী
(৮) ত্রাণ কমিশনার।
(৯) পরিচালক, যুব ক্যাম্প. (প্রধান সদর দপ্তর)
(১০)আইন ও সংসদ বিষয়ক ও.এস.ডি ।
(১১)জোনাল প্রশাসনিক কর্মকর্তা … জোন।
(১২) ও. এস. ডি..পি. এস. টি. বিভাগ
(১৩) দায়িত্ব প্রধানের এ. ডি. সি.
(১৪) ব্যক্তিগত সচিব ……….
(কে আহমেদ)
উপসচিব (সংস্থাপন)
সাধারণ প্রশাসন বিভাগ
<003.101.192>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোনাম | সূত্র | তারিখ |
জোনাল কাউন্সিল এবং সংসদ সদস্যদের ভ্রমন ও অন্যান্য ভাতা সম্পর্কে অর্থ মন্ত্রনালয়ের নির্দেশাবলী |
বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয় |
৬ নভেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রনালয়
নম্বর,অর্থ ১১/৭১/৩৭৩ তারিখ ৬/১১/৭১
হইতেঃ কে এ জামান
সচিব,অর্থ মন্ত্রনালয়
বাংলাদেশ সরকার
বরাবরঃ ১ সচিব
স্বরাস্ট্র/সাধারন প্রশাসন/মন্ত্রীপরিষদ/পররাষ্ট্র বিষয়ক/স্বাস্থ্য/কৃষি/তথ্য/শিল্প এবং বানিজ্য/প্রতিরক্ষা মন্ত্রনালয়।
২ চেয়ারম্যান আঞ্চলিক প্রশাসন কাউন্সিল,
৩ আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা,
বিষয়ঃ আঞ্চলিক এবং এম এন এ/এম পি এ দের ভ্রমন এবং অন্যান্য বিষয়ের জন্য অর্থ ব্যায় পরিচালনা করা
উপরে উল্লেখিত বিষয়ের সূত্রানুসারে, নিম্নে স্বাক্ষরকারীগণ ১-১১-৭১ অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ মিটিং এর সিদ্ধান্তের নিম্নের সারসংক্ষেপ তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য পুনর্গঠন করবেনঃ-
এম পি এবং এম এন এ দের ভ্রমন এবং অন্যান্য ভাতা বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছিল যে কেবলমাত্র আসল ভ্রমণ খরচ (আসলে ভ্রমন) বিবেচনার যোগ্য এবং খাবারের খরচের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। যখন এম এন এ দের/এম পি গণ অনুমদিত ভ্রমনে যাবে তখন তাদের জন্য বাসা ভাড়া হিসেবে দিন প্রতি ১৫ রুপি অনুমোদন করা হবে। মুজিবনগরের জন্য এই হার দ্বিগুন হবে। মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত হয়েছিল যে যদি আনুষ্ঠানিক ভাবে ডাকা না হয় তাহলে কোন এম এল এ এবং এম এন এ মুজিবনগর যাওয়ার জন্য কোন ভ্রমন বা অন্যান্য ভাতা পাবেন না।
একইভাবে উপযুক্ত কতৃপক্ষের “অর্থাৎ দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অথবা আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিলের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান” এর পুর্ব অনুমোদন ব্যাতিত কোন ভ্রমন এবং অন্যান্য ভাতা তাদের জন্য বিবেচ্য হবে না।
(কে. এ. জামান)
সচিব
অর্থ বিভাগ
মেমো নং…তারিখ…
তথ্যের জন্য অনুলিপি দেয়া হলঃ ১ মন্ত্রী পি এস (ভারপ্রাপ্ত) অর্থ বিভাগ।
(কে. এ. জামান)
সচিব, অর্থ বিভাগ।
<003.103.193>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
শিরোণাম | সূত্র | তারিখ |
যুব অভ্যর্থনা শিবির পরিচালনার নির্দেশনাবলী | যুব শিবির কেন্দ্রীয় পরিচালনা বোর্ড বাংলাদেশ সরকার | ৮ নভেম্বর, ১৯৭১ |
যুব অভ্যর্থনা শিবির পরিচালনার সাধারণ নির্দেশাবলী
উপদেষ্টা কমিটি:
১. প্রতিটি অভ্যর্থনা শিবিরে বোর্ড অব কন্ট্রোল, যুব শিবির অনুমোদিত একটি উপদেষ্টা কমিটি থাকবে। এটির কাজ হবে শিবিরের সার্বিক দেখভাল করা ও সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখা। এই কমিটিতে অন্তত তিন জন সাম্মানিত সদস্য থাকবে, যারা হবে এমএনএ/এমপিএ এবং অন্যান্য রাজনৈতিক নেতা ও কর্মী, যারা শিবির পরিচালনায় আগ্রহী এবং এই মুহূর্তে শিবিরের কাছাকাছি এলাকার অধিবাসী। যেসব শিবির ইতিমধ্যেই কাজ করছে, তাদের কমিটি গঠিত না হয় থাকলে, শিবিরের আরও উন্নতি ও অগ্রসরতা এবং শিবির কর্মীদের পর্যালোচনা ও নিয়মিতকরণের স্বার্থে, এই নির্দেশনা মোতাবেক উপদেষ্টা কমিটি গঠন করতে হবে। এক্ষেত্রে উপরিউক্ত ধারা অনুযায়ী উপদেষ্টা কমিটি গঠনের জন্য শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি সভা আহবান করবেন।
সদস্যদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন সচিব থাকবেন কমিটিতে। চেয়ারম্যান, সচিব ও অন্যান্য সদস্যের নাম সম্বলিত একটি তালিকা ১৫/৯/৭১-এর মধ্যে বোর্ড অব কন্ট্রোলের চেয়াম্যান বরাবর অনুমোদনের জন্য পাঠাতে হবে। উপদেষ্টা কমিটি শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাচিত করবে।
শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বক্ষণিক কার্যনির্বাহী হবেন এবং পদাধিকার বলে উপদেষ্টা কমিটিরও সদস্য হবেন। উপদেষ্টা কমিটি দিক-নির্দেশনা দেবে, আর শিবিরের ভারপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব হবে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা। উপদেষ্টা কমিটির সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করতে হবে এবং অনুলিপি বোর্ড অব কন্ট্রোলের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জোনের পরিচালকদের বরাবর পাঠাতে হবে। শিবিরের ব্যয় নির্বাহের জন্য একটি যথাযথ হিসাব রাখার দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তার।
শিবিরের স্বীকৃতি পেতে হলে ন্যূনতম জনবল হতে হবে ২৫০ জন।
স্টাফ:
১. ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শিবিরের সকল কর্মকর্তাকে শিবিরের বাসিন্দা হতে হবে।
২. উপদেষ্টা কমিটির অনুমোদন সাপেক্ষে শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তাও নির্বাচন করবেন ও নিয়োগ দেবেন।
(ক) একজন হিসাবরক্ষক: স্টোর ও ক্যাটেরিংসহ শিবিরের সব হিসাব মানসম্মত হিসাব কার্যপ্রণালীর অনুযায়ী বজায় রাখার দায়িত্বে থাকবেন।
হিসাবের বইসমূহ নিয়মিত বিরতিতে নিরীক্ষা করা হবে।
<003.103.194>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
(খ) একজন সহকারী ক্যাম্প ইন চার্জ কাম সুপারভাইজার ইন চার্জঃ বাসস্থান, বিছানাপত্র, তাবু, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা ……..অর্থাৎ শিবিরের সাধারন পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবেন, তিনি সরঞ্জামাদির বর্ননামুলক তালিকাও রাখবেন।
(গ) একজন কেটারিং সুপারভাইজারঃ তিনি রান্নাঘরের কেনাকাটা, রান্নার ব্যবস্থা, প্লেট, পানি ও জ্বালানি প্রভৃতির দায়িত্বে থাকবেন। তিনি হিসাব রক্ষকের কাছে তার দৈনন্দিন হিসাব জমা দেবেন।
(ঘ) একজন চিকিৎক কর্মকর্তা
(ঙ) একজন কম্পাউন্ডার।
(চ) এক সাধারণ সহকারী।
(ছ) চারজন প্রশিক্ষকঃ (৫০০ ছেলের একটি ক্যাম্পের জন্য)
৩। প্রশিক্ষকঃ
(ক) প্রেরণাদায়ী প্রশিক্ষক -প্রতি ২৫০ যুবকের জন্য একজন।
(খ) শারীরিক প্রশিক্ষক- প্রতি ২৫০ যুবকের জন্য একজন। অন্যান্য প্রশিক্ষণ সময় সময়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং তারপর উপযুক্ত নির্দেশাবলী দেওয়া হবে- যদি প্রয়োজন হয় এ ব্যাপারে নির্দেশাবলী যথাসময়ে অনুসরণ করা হবে।
৪। উপ ক্যাম্প ইনচার্জ সব বিষয়ে ক্যাম্পের ক্যাম্প ইনচার্জকে সাহায্য করবেন এবং ক্যাম্প ইনচার্জের অনুপস্থিতিতে ক্যাম্পের দায়িত্ব নেবেন ও পদাধিকার বলে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।
৫। কর্মচারীদের জন্য বোর্ড / থাকার জায়গাঃ হাত খরচঃ
নিম্নলিখিত কর্মচারীরা শিবিরে বিনামূল্যে থাকাতে পারবেন। তারা কোন বেতন পাবেননা। তবে তাদেরকে এই সময়ের জন্য প্রতি মাসে ৫০ টাকা করে হাত খরচ দেওয়া হবে।
(1) ক্যাম্প ইনচার্জ।
(2) ডেপুটি ক্যাম্প-ইন-চার্জ (সুপারভাইজার)
(3) হিসাবরক্ষক
(4) স্টোর সুপারভাইজার
(5) কেটারিং সুপারভাইজার
(6-9) চারজন প্রশিক্ষক
(10) মেডিকেল অফিসার
(11) কম্পাউন্ডার
(12) সাধারণ সহকারী। (রান্নার তদারক ইত্যাদি ও ক্যাম্প ইন চার্জের দাওয়া অন্যান্য দায়িত্বের জন্য)
৬।রান্নার ও অন্যান্য কর্মীদেরঃ
এছাড়াও ক্যাম্প সেচ্ছা সেবক ও যুবকদের মধ্য থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ দিবে, যেমন বাবুর্চি, সহকারী বাবুর্চি ইত্যাদি এবং তারা সাহায্যকারী হিসেবে আখ্যায়িত হবে। প্রয়োজনীয় কর্মীদের সংখ্যা ও কাজের ধরন উপদেষ্টা কমিটি দ্বারা নির্ধারিত হবে।
<003.103.195>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
এমন সকল কর্মচারী ক্যাম্পে বিনামুল্যে থাকা ও খাওয়া পাবে এবং তাদের জন্য প্রতিমাসে ৫০ টাকা হাত খরচ প্রদান করা হবে।
৭) কার্য নির্দেশনাবলীঃ
উপদেষ্টা পরিষদ, ক্যাম্পের ইনচার্জের মাধ্যমে ক্যাম্পের দরকারি বিষয় গুলোর জন্য জোনাল পরিচালকের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং ক্যাম্পের কার্যাবলি, হিসাব ইত্যাদি নিয়ে পাক্ষিক রিপোর্ট পেশ করবে। একটা কপি সরাসরি চেয়ারম্যানকে পাঠাতে হবে এবং আরেকটি কপি পাঠাতে হবে তাদের নিজ নিজ পরিচালক(ডিরেক্টর) বরাবর।
সব অর্থ পরিশোধ এই সাপেক্ষে হতে হবে……………………………
যে এলাকায় ব্যাংক আছে, সেখানে এদের মধ্যে যেকোন ২ জন যৌথ ভাবে একাউন্ট চালাবে। ১) চেয়ারম্যান ২) ক্যাম্প ইনচার্জ ৩) হিসাবরক্ষক।
দিনের শুরুতে এবং দিন শেষে কতজন যুবক ক্যাম্পে উপস্থিত ছিল তার একটা তালিকার কপি প্রতিদিন চেয়ারম্যান, উপদেষ্টা কমিটি এবং জোনাল পরিচালকের অফিসে পাঠাতে হবে।
অন্যান্য রিপোর্ট এবং হিসাব দাখিলের নির্দেশনা পরে পাঠানো হবে। এরমধ্যে এসকল রিপোর্ট সাদা পৃষ্ঠায় পাঠাতে হবে।
৮) শারীরিক প্রশিক্ষণঃ
শারীরিক প্রশিক্ষণ সিলেবাস এমন হবে যেন সংক্ষিপ্ত সময়ে যুবকেরা সর্বাধিক মনোবল অর্জন করতে পারে এবং কঠিন অপারেশনের জন্য শারীরিক ভাবে সক্ষম হয়। এই সিলেবাসের মধ্যে আড়াআড়ি মাঠে দৌড়ান এবং হাঁটা থাকবে। সম্পূর্ন সিলেবাস দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক তৈরী করবেন। সেখানে কোন কুচকাওয়াজ(ড্রিল) থাকবে না।
৯) ভর্তি প্রক্রিয়াঃ
ক্যাম্পে ভর্তি প্রক্রিয়া ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে হবে, যাকে এবিষয়ে উপদেষ্টা পরিষদ অথবা এ উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদের গঠিত অন্য কোন দল নির্দেশনা দেবে।
ক্যাম্পে ভর্তি হওয়া যুবককে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশে তার স্থায়ী নিবাস ওই এলাকার MNA/MPA দ্বারা প্রত্যয়িত হতে হবে, যিনি এই মর্মে একটি লিখিত প্রমানপত্র প্রেরণ করবেন। দায়িত্বপ্রাপ্ত MNA/MPA এর অনুপস্থিতিতে উপদেষ্টা পরিষদ অথবা এ উপদেষ্টা পরিষদের গঠিত অন্য কোন দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
যুবকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাকে অন্যান্য আবশ্যিক শর্ত ও পূরন করতে হবে।
তার অবশ্যই বাংলাদেশের স্বাধীনতায় প্রশ্নাতীত আস্থা ও বিশ্বাস থাকতে হবে। তার কোন অতীত অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড থাকবে না। তার অন্য দেশের প্রতি আনুগত্য থাকবে না।
ভর্তি প্রক্রিয়া জাত, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিষেশে, জন্ম ও বাসস্থান এবং কঠোরভাবে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সকল সক্ষম যুবককে জন্য উন্মুক্ত থাকবে।
একজন যুবককে অভ্যর্থনা শিবির ভর্তি করার পর যদি সে পর পর দুইবার যুব ক্যাম্পের বাছাইয়ে ফেইল করে তবে স্বাভাবিক ভাবেই তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হবে।
<003.103.196>
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড
১০) নিরীক্ষা দলঃ
একজন হিসাবরক্ষক, একজন সহকারী হিসাবরক্ষক এবং পরিচালক কর্তৃক প্রেরিত সংশ্লিষ্ট এলাকার ক্যাম্পের অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী নিয়ে গঠিত নিরীক্ষা দল, হিসাব নিরীক্ষা এবং পুর্ব নিরীক্ষা সাপেক্ষ অগ্রিম পরিশোধ গুলো সমন্বয়ের জন্য নির্দিষ্ট সময় পর পর অভ্যর্থনা শিবির পরিদর্শন করবে। টিম চেয়ারম্যান বরাবর পাঠাবে…………
(গোপনীয়)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডিরেক্টর জেনারেল অফিস, ইয়ুথ ক্যাম্প
৬-১১-৭১ তারিখ পর্যন্ত সপ্তাহান্তে যুব ক্যাম্পে জনবলের তালিকা এবং যাদেরকে উচ্চ প্রশিক্ষনের জন্য ব্রিগ্রেডিয়ার মাষ্টারের
অফিস থেকে পাঠানো হয়েছে তাদের তালিকা
ক্যাম্পের নাম ৬-১১-৭১ তারিখ পর্যন্ত সপ্তাহান্তে উচ্চ ৬-১১-৭১ তারিখ পর্যন্ত ৬-১১-৭১ তারিখ পর্যন্ত
প্রশিক্ষনের জন্য পাঠানো যুবক সপ্তাহান্তে নতুন আসা যুবক সপ্তাহান্তে যুবকের সংখ্যা
১ পিতা – ১৪৫ ৯০০
২ বারাকপুর(শ্রীপল্লী) – ৬৪৫ ৮০০
৩ জমশেরপুর – ৩৮ ৮০০
৪ দাতাল ৩০০ – ৬০০
৫ চাপড়া(বাঙ্গালী) ২৯৭ – ৬৬৫
৬ পরিপল – – ৮০০
৭ গৌবাগান ৯১০ ৬৮ ৩৯০
৮ পত্তরাম – ৫৭ ৭৬০
৯ ধানছড়িগাও ৩১০ – ৯২০
১০ তপুরহাট ৬৭ – ৬৯৩
১১ গোকুলনগর-১ – ২৫৪ ১১৮০
১২ গোকুলনগর-২ – ২৭৩ ১২০০
১৩ চারিলাম-১ – ১৩৩ ১০০০
১৪ চারিলাম-২ – ৩০৮ ১২০০
১৫ কাঠালিয়াছড়া – ১৫০ ১০০০
১৬ মেনু ১৫২ – ৭২০
১৭ বাগেতা – ১০৫ ১০০০
১৮ কাইল্যাশহর(কালাই নগর) – ৩০০ ১০০০
১৯ হাসইন – ৫১ ৪২১
২০ লাবোউ ১৪০ – ৯৬০
২১ শলীন ২৮৫ – ১৭৩০
২২ দালু ১০১ – ১৯৭০
২৩ ক্লোভার হাউজ – – ২৯৫
৬-১১-৭১ তারিখ পর্যন্ত ২৫৭৭ ২৫৩০ ২০৯৬৪
সপ্তাহান্তে সর্বমোট