You dont have javascript enabled! Please enable it!

ত্রিপুরায় শরণার্থীর সংখ্যা সাড়ে দশ লক্ষ

আগরতলা, ২ জুলাই: পাক সেনাবাহিনীর অত্যাচারে পূর্ব বাংলা থেকে উদ্বাস্তু স্রোত অবিরামভাবে ত্রিপুরায় আসছে। ১ জুলাই (১৯৭১) পর্যন্ত ত্রিপুরায় রেজিস্ট্রিকৃত শরণার্থীর সংখ্যা ৮ লক্ষ ৬৩ হাজার ৫৪১ জন। পশ্চিম ত্রিপুরা জেলায় রেজিস্ট্রিভুক্ত উদ্বাস্তুর সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১০৭, দক্ষিণ ত্রিপুরা জেলার রেজিস্ট্রিভুক্ত উদ্বাস্তুর সংখ্যা তিন লক্ষ ১০ হাজার ৭০৯ ও উত্তর ত্রিপুরা জেলার রেজিস্ট্রিভুক্ত উদ্বাস্তুর সংখ্যা এক লক্ষ ৪০ হাজার ৭২৫। তাছাড়া রেজিস্ট্রি বহির্ভূত শরণার্থী যারা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে আছেন তাদের সংখ্যা আনুমানিক এক লক্ষ ৭৮ হাজার। পূর্ব বাংলায় সামরিক অত্যাচার শুরু হওয়ার পর এ পর্যন্ত (১ জুলাই, ১৯৭১) ত্রিপুরায় ১০,৪১,৫৪১ (দশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশ একচল্লিশ) জন শরণার্থী এসে আশ্রয় নিয়েছেন।
পশ্চিম ত্রিপুরা জেলার শরণার্থী শিবিরগুলােতে দুই লক্ষ ৯৪ হাজার ৩৫৬ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। দক্ষিণ ত্রিপুরা ও উত্তর ত্রিপুরা জেলার শরণার্থী শিবিরগুলােতে শরণার্থী আছেন যথাক্রমে এক লক্ষ ৯৬ হাজার ১৩৯ জন ও এক লক্ষ ১২ হাজার ৪৯২ জন। ত্রিপুরার শরণার্থী শিবিরগুলােতে মােট শরণার্থীর সংখ্যা ৬ লক্ষ দুই হাজার ৯৮২।

সূত্র: ত্রিপুরা
৭ জুলাই, ১৯৭১
২২ আষাঢ়, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!