You dont have javascript enabled! Please enable it! 1971.07.27 | শিবিরে চাকুরি প্রার্থীদের আবার মহাকরণে বিক্ষোভ | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

শিবিরে চাকুরি প্রার্থীদের আবার মহাকরণে বিক্ষোভ

 স্টাফ রিপাের্টার 

শরণার্থী শিবিরের জন্য মনােনীত চাকরি প্রার্থীরা সােমবার বিকালে মহাকরণে আবার কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। তাঁরা নিয়ােগের ব্যাপারে হয়রানির অভিযােগ করে এ নিয়ে তিন-চার দিন মহাকরণে বিক্ষোভ সরকার যাদের শরণার্থী শিবিরের কাজের জন্য মনােনীত করে গিয়েছেন তাঁদের একটি বড় অংশ এখনও চাকুরিতে যােগদানের নির্দেশপত্র পান নি বলে বিক্ষোভ কারীরা অভিযােগ করেন। তাঁদের একাংশ দেখালেন। গণতান্ত্রিক কোয়ালিশন পূর্ব দিকের সিঁড়ি দিয়ে তেতলায় সংশ্লিষ্ট দফতরের অফিস ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য অগ্রসর হলে কোলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়।

বিক্ষোভকারীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি পুনর্বাসন দফতরের যুগ্মসচিব শ্রী এ কে দত্তচৌধুরীর সঙ্গে দেখা করলে তিনি মনােনীত সকল প্রার্থী যাতে চাকুরি পান সেজন্য তাঁদের এক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।তবে শ্রীমতী রােহতগী স্বীকার করেন, পশ্চিম বাংলায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানাে উচিত।

তিনি জানান, পশ্চিম বাংলা থেকে ৮ লক্ষ শরণার্থী অন্য রাজ্যে স্থানান্তরণের পরিকল্পনা করা হয়েছে। এ যাবৎ ১ লক্ষ ৩০ হাজার শরণার্থীকে স্থানান্তরিত করা হয়েছে।

২৭ জুলাই ‘৭১

Reference: ২৭ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা