You dont have javascript enabled! Please enable it!

কুয়েতের সঙ্গে মৈত্রী সম্পর্ক ক্রমে জোরদার হবে: রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বাংলাদেশ ও কুয়েতের মধ্যেকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরােত্তর জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার অপরাহ্নে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত জনাব সাউদ আবদুল আজিজ আল হােনাদীর পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন যে, বাংলাদেশ ও কুয়েত ইসলামী সম্মেলনে এবং জোটনিরপেক্ষ রাষ্ট্রসংহতির সদস্য। উভয় দেশের জনগণ পরস্পরের সাথে ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের ঐতিহ্য সূত্রে নিবিড়ভাবে আবদ্ধ। তিনি আরও বলেন, দখলীকৃত আরব এলাকা মুক্ত করা এবং প্যালেস্টাইনী জনগণের জাতীয় অধিকার পুনরুদ্ধারের জন্য আরব ভাইদের বিরােচিত সংগ্রামে বাংলাদেশের জনগণ একাত্মতা প্রকাশ ও পূর্ণ সমর্থন প্রদান করেছে। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে কুয়েতের সমর্থনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বলেন জতিসংঘের সদস্য হিসেবে সকল জাতির সার্বভৌমত্ব সমতা পারস্পরিক সহযােগিতা এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে আমরা পৃথিবীর সর্বত্র স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবাে। রাষ্ট্রপতি কুয়েতের রাষ্ট্রদূতকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযােগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূতের এই নিযুক্তি উভয় দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দৃঢ়তর করছে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। বাংলাদেশের কল্যাণে কুয়েতের আমীর কুয়েতের সরকার ও জনগণ যে বন্ধুসুলভ মনােভাব পােষণ করেন, রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সাথে তা উল্লেখ করেন। রাষ্ট্রপতি তার ব্যক্তিগত অভিনন্দন কুয়েতের আমীরের নিকট পৌছে দেয়ার জন্য জনাব হােমাদীকে অনুরােধ জানান। তিনি কুয়েতের ভ্রাতৃভাবাপন্ন জনগণের উত্তরােত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পূর্বাহে কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং কুয়েতের অভিন্ন সত্যতা ও একই মানবিক উত্তরাধিকারের কথা উল্লেখ করেন। তিনি আরব ও প্যালেস্টাইনীদের সংগ্রামের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে এলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময়ে ব্যান্ডে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানাে হয়।৮

রেফারেন্স: ৩ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!