খাদ্যশস্যের চোরাচালান বন্ধে গণপ্রতিরােধ গড়ে তুলতে হবে
যশোর: খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন সীমান্তে খাদ্যশস্য চোরাচালানের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরােধ গড়ে তােলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ অপরাহ্রে স্থানীয় সার্কিট হাউসে বিভিন্ন স্তরের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। এর আগে মন্ত্রী সীমান্তবর্তী শহর চুয়াডাঙ্গা ও মেহেরপুরে অনুরূপ গণজমায়েতে ভাষণ দেন। এসব গণজমায়েতে ভাষণদানকালে মন্ত্রী বলেন যে, আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকতে হলে চোরাচালানীর মাধ্যমে আমাদের সম্পদের পাচার সম্পূর্ণরূপে অবশ্যই বন্ধ করতে হবে। মন্ত্রী পূর্বের চেয়েও সতর্ক দৃষ্টি রাখার জন্য এবং সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, কালােপথে এক কণা খাদ্যশস্য যেনাে দেশের বাইরে পাচার হতে না পারে তার প্রতি দেশের প্রতিটি নাগরিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনাব মােমিন আগামী মৌসুমের পূর্ব পর্যন্ত প্রয়ােজনীয় চাল রেখে বাকী চাল বিক্রি করে দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী ইউনিয়ন পর্যায়ে লঙ্গরখানা খােলার জন্যও সরকারি কর্মচারী ও জনগণের প্রতি আহ্বান জানান।৯
রেফারেন্স: ৩ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত