You dont have javascript enabled! Please enable it! 1974.09.01 | ক্ষুধার্ত মানুষদের রক্ষার জন্য খাদ্যমন্ত্রী জনগণের সহযােগিতা চাইছেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ক্ষুধার্ত মানুষদের রক্ষার জন্য খাদ্যমন্ত্রী জনগণের সহযােগিতা চাইছেন

ব্রাহ্মণবাড়িয়া: খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন জাতীয় দুর্যোগ ও ভায়াবহ বন্যার ক্ষয়ক্ষতি পূরণ এবং লক্ষ লক্ষ ক্ষুধার্ত জনগণকে রক্ষা করার ব্যাপারে দেশের জনগণকে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মভাবে সাহায্য সহযােগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন। খাদ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া কিশােরগঞ্জ ও হবিগঞ্জে বিভিন্ন শ্রেণির লােকের উদ্দেশ্যে ভাষণদানকালে বলেন যে, দেশে প্রায় দুর্ভিক্ষ বিরাজমান রয়েছে। জনাব আবদুল মােমেন ত্রাণকার্য, লঙ্গরখানা এবং অফিসারদের প্রয়ােজনীয় নির্দেশদানের জন্য এবং স্বচক্ষে দেখার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে বিমানযােগে ব্রাহ্মণবাড়িয়া গমন করেন। খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে লঙ্গরখানার প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করে বলেন যে, আমরা দেশের লক্ষ লক্ষ ক্ষুধার্ত জনসাধারণকে এই লঙ্গরখানা খুলে রক্ষা করতে পারবাে। তিনি অফিসারদের কোনরূপ বিলম্ব না করে লঙ্গরখানা খােলার জন্য নির্দেশ প্রদান করেন। খাদ্যমন্ত্রী জনসাধারণকে আশ্বাস প্রদান করে বলেন যে, লঙ্গরখানার জন্য খাদ্যশস্যের সরবরাহ হ্রাস করা হবে না।২

রেফারেন্স: ১ অক্টোবর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত