সানডে টাইমস | ওয়েলিংটন, ২০ জুন ১৯৭১ | বাংলায় আতঙ্কজনক পরিস্থিতি
বাংলায় আতঙ্কজনক পরিস্থিতি বিবেচনায় যারা এখনো টিকে আছে তাদের অবিলম্বে সাহায্য পাঠানো উচিত।
উদ্বাস্তু ও পশ্চিমবঙ্গে তাদের যারা আশ্রয় দিয়েছে তারা সবাই চায় শরনার্থিদের খাদ্য ও ওষুধ সহায়তা দেবার জন্য সমস্ত বিশ্ব এগিয়ে আসা উচিৎ – এবং তারা যে ভূখণ্ড থেকে পালিয়ে এসেছে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
কিন্তু যখন এই সমস্যার আবেদন মেটানো হবে -পাকিস্তানী সরকারকে রাজনৈতিক যথেচ্চার করতে দেয়া হবেনা এবং তারা যে গণহত্যা ও নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে তা চলতে দেয়া যাবেনা।
ভয়ংকর সত্যগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে। যদিও আমরা জানি এটা আরও বাড়ছে এবং দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির চাইতেও কয়েক গুণ ভয়াবহ রূপ ধারণ করবে যতক্ষণ পর্যন্ত ইয়াহিয়া খানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জেগে না ওঠে।