বিশ্ব ব্যাংকের এড থেকে বাংলাদেশ ৫৯ কোটি টাকা সাহায্য পেয়েছে
ঢাকা: চলতি বছরের ৩০ জুন তারিখে যে আর্থিক বছর শেষ হয়েছে বাংলাদেশ সে সময় বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় মােট ৫৯ কোটি ২৮ লক্ষ টাকার আর্থিক সাহায্য লাভ করেছে। রােববার ঢাকায় বিশ্ব ব্যাংক এবং আই ডি এর প্রকাশিত বার্ষিক রিপাের্টে এ তথ্য জানানাে হয়েছে। এর ফলে বাংলাদেশ বিশ্ব ব্যাংক হতে মােট ঋণ লাভের পরিমাণ হয়ে দাঁড়ালাে ২২৯ কেটি ৭৬ লক্ষ টাকা। আই ডি এর এই ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং ৫০ বছরে তা পরিশােধ যােগ্য। কেবল সার্ভিস খরচ মেটানাের জন্য বাৎসরিক শতকরা এক ভাগের তিন-চতুর্থাংশ সুদ দিতে হবে। ১৯৭৪ রাজস্ব বছরের আমদানি খাতে খরচ মেটানাের জন্য আই ডি এ ৪০ কোটি টাকা ঋণ দিয়েছে। ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে তার যােগাযােগের উন্নয়ন সাধনের জন্য ৩ কোটি ২৮ লক্ষ টাকা দেয়া হয়েছে অভ্যন্তরীণ জল পরিবহন উন্নয়ন খাতে।৬৩
রেফারেন্স: ২২ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত