বাংলাদেশের জাতিসংঘভুক্তিতে বিভিন্ন মহলের অভিনন্দন
ঢাকা: বাংলাদেশ জাতিসংঘে অন্তর্ভুক্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগ: বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জনাব বাদল রশিদ এবং সাধারণ সম্পাদক জনাব রহমত আলী গত বৃহস্পতিবার প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশে অন্তর্ভুক্তিকে বাঙালি জাতির ইতিহাসে একটি মহৎ ঐতিহ্যপূর্ণ অধ্যায় বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তারা এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও সুযােগ্য নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
বাংলাদেশ জাতীয় যুবদল: বাংলাদেশ জাতীয় যুবদল জাতিসংঘে বাংলাদেশের সদস্যভুক্তির ব্যাপারে বিরােধিতা না করায় চীনের প্রতি অভিনন্দন জানিয়েছে। সংগঠনের ৩ জন নেতা গত বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেন যে, চীনের বিরােধিতা না করায় দেশের শােষিত মানুষের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ পেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনতার মুক্তির আন্দোলনকে সমর্থন জানানাের জন্য চীন অবিলম্বে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করবে। বিবৃতিদানকারী ৩ জন নেতা হলেন সংগঠনের আহ্বায়ক জনাব আবু নাসের খান ভাসানী, সাধারণ সম্পাদক জনাব সামসুল রহমান ও প্রধান সংগঠক সম্পাদক মাহবুবুল আলম যােশি।
লেবার পার্টি: লেবার পার্টির চেয়ারম্যান জনাব ফয়জুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মওলানা মতিন গত বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের জাতিসংঘভুক্তির ব্যাপারে সহযােগিতাদানকারীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশকে স্বীকৃতিদানের জন্য মহাচীনের প্রতি আহ্বান জানান।৫৮
রেফারেন্স: ২০ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত