বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল
জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বলেছেন যে, বাংলাদেশ ভবিষ্যতে একটি উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। জাতিসংঘে আনুষ্ঠানিক সদস্যপদ প্রাপ্তির পর বিকেলে বাংলাদেশ, গিনিবিসাউ এবং গ্রানেডার জাতীয় পতাকা জাতিসংঘের সদর দফতরের প্রাঙ্গণে অন্যান্য দেশের পতাকার সঙ্গে উত্তোলন করা হয়। খবর রয়টার পরিবেশিত। মহাসচিব এ উপলক্ষে বলেন যে, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে যদিও নতুন তথাপি ইতােমধ্যে স্বাধীনতার আনন্দ ও চ্যালেঞ্জ উভয় অভিজ্ঞতাই অর্জন করেছে। বাংলাদেশের সরকার ও তার জনগণ উন্নতর ভাগ্য উন্নয়নের জন্য দৃঢ় সংকল্প বলে তিনি উল্লেখ করেন। অধিবেশন চলাকালীন দিনগুলােতে প্রত্যহ ১৩৮টি দেশের পতাকা উত্তোলন করা হবে। প্রথম দিন পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, গ্রানের প্রধানমন্ত্রী ড. এরিক গেইরী এবং গিনিগিসাউ এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার ভিক্টর সেড মারিয়া উপস্থিত ছিলেন।৫৪
রেফারেন্স: ১৯ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত