You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ জাতিসংঘে তার ন্যায্য আসন পেয়েছে, বঙ্গবন্ধুর গভীর সন্তোষ প্রকাশ

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের খবরে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং জাতিসংঘের সদস্য দেশগুলাের প্রতি তার আন্তরিক অভিনন্দন জানান। সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে তার প্রতিক্রিয়া প্রকাশকালে উপরােক্ত মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘে তার ন্যায্য আসন পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের সদস্য ও ওসব বন্ধুদেশ এ ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখযােগ্য যে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। পবিত্র রমজানের প্রথম দিনে বঙ্গবন্ধু দুটো ভালাে খবর পান এর একটি হলাে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ ও অপরটি হলাে উপনির্বাচনে তার পার্টির প্রার্থীর বিজয় লাভ। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি উপলক্ষে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, যাদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার লক্ষ্য অর্জনের জন্য দেশের লাখ লাখ মানুষ যারা অপরিসীম ত্যাগ ও দুঃখ-কষ্ট স্বীকার করে নিয়েছেন তাদের কথা আমাদের অবশ্য স্মরণ রাখতে হবে।৫০

রেফারেন্স: ১৮ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!