অসাধু ব্যবসায়ীদের সমূলে উৎখাতকল্পে দীর্ঘমেয়াদী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে
ঢাকা: খাদ্য ও ত্রাণ দফতরের মন্ত্রী জনাব আবদুল মােমিন গত বুধবার বলেছেন, খাদ্যশস্য মজুত ও চোরাচালান কাজে লিপ্ত অসাধু ব্যবসায়ীদের সমূলে উৎখাত করার জন্য সরকার দীর্ঘমেয়াদী প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। এনার সাথে মন্ত্রী তার সচিবালয় অফিসে এক সাক্ষাৎকারে বলেন, এ ব্যবস্থার অধীনে সরকার হয় দীর্ঘমেয়াদী অথবা স্থায়ীভাবে আইন প্রয়ােগকারী সংস্থাগুলােকে নিয়ােগ করবেন। এরা সর্বদা সতর্ক থাকবেন। যাতে অসাধু ব্যবসায়ীরা জনগণকে কষ্টে ফেলে মুনাফা লুটতে না পারে। মন্ত্রী বলেন, নিজ অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে মজুতদার, চোরাকারবারী ও অন্যান্য সমাজবিরােধীদের দমন করা যায় না। সুতরাং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে এসব দুর্নীতি সমূলে দূর করার ব্যবস্থা নেয়া হবে। যেসব ব্যক্তি জনগণের দুঃখ দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানাের জন্য মন্ত্রী জনগণের প্রতি আবেদন জানান। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া সরকার একা এসব কাজ করতে পারেন না বলে মন্ত্রী উল্লেখ করেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতি হয়ে যাওয়া খাদ্যশস্য পূরণের জন্য সরকার বিদেশ থেকে খাদ্য শস্য আনার ব্যবস্থা নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।৫৫
রেফারেন্স: ১৯ সেপ্টেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত