বঙ্গবন্ধু-ওয়াল্ডহেইম বৈঠক
জাতিসংঘ: জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণে সম্ভাব্য সকল রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে এনার বিশেষ সংবাদদাতা এক তারবার্তার মাধ্যমে জানিয়েছেন। জাতিসংঘ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়াল্ডহেইমের মধ্যে আলােচনার সময় সেক্রেটারি জেনারেল এ আশ্বাস দেন। বাংলাদেশের শঙ্কা উত্তরণে সেক্রেটারি জেনারেল জাতিসংঘের জরুরি ত্রাণ কার্য ও আনরডের কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের কথাও বঙ্গবন্ধুকে জানান।
দীর্ঘ একঘণ্টাব্যাপী আলােচনাকালে বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। তিনি আরাে বলেন যে, মুদ্রাস্ফীতি ও ভয়াবহ বন্যার দরুন দেশে এ মারাত্মক পরিস্থিতির উদ্ভব হয়েছে। বঙ্গবন্ধু দেশের দুর্ভিক্ষাবস্থার কথাও কুর্ট ওয়ালডহেইমকে অবহিত করেন। বাংলাদেশের সঙ্কট উত্তরণে জাতিসংঘের ত্রাণকার্য শুরু করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী সেক্রেটারি জেনারেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ইতােপূর্বে জাতিসংঘ ৭০ লাখ ডলার সাহায্য মঞ্জুর করেছে।৯০
রেফারেন্স: ২৯ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত