আজ হােয়াইট হাউসে বঙ্গবন্ধু-ফোর্ড আলােচনা
নিউইয়র্ক: আজ মঙ্গলবার বিকেলে হােয়াইট হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের মধ্যে যে বৈঠক শুরু হচ্ছে তাতে সামগ্রিকভাবে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক প্রশ্ন আলােচিত হবে বলে আশা করা যাচ্ছে।
দুই নেতার মধ্যে অনুষ্ঠিতব্য এই আলােচনায় দুদেশের দ্বিপাক্ষিক বিষয়াদিই মুল আলােচ্য বিষয় হবে এবং এতে দুদেশের মধ্যকার বর্ধিত সম্পর্কের আলােকে অর্থনৈতিক সহযােগিতার বিষয় নিয়েও মত বিনিময় করা হবে। বঙ্গবন্ধু ও প্রেসিডেন্ট ফোর্ড বাংলাদেশের স্বাধীনতা লাভের পর বাংলা-মার্কিন সম্পর্কের ক্রম-উন্নতির প্রতি লক্ষ্য রেখে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে আরাে শক্তিশালী ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তােলার ব্যাপারে আলােচনা করবেন।
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বহু ব্যাপারে জাতীয় মর্যাদা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা মােতাবেক জোটনিরপেক্ষ পররাষ্ট্র নীতির ভিত্তিতে বাংলাদেশের নীতির কথা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইতােমধ্যে বঙ্গবন্ধু ও প্রেসিডেন্ট ফোর্ডের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকের ভিত্তি রচনার জন্য বিভিন্ন পর্যায়ে কয়েকটি ঘরােয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৯৩
রেফারেন্স: ৩০ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত