বাংলাদেশের উন্নয়নে পশ্চিম জার্মানির আগ্রহ প্রকাশ
ঢাকা: বাংলাদেশ সফররত পশ্চিম জার্মানি অর্থনৈতিক প্রতিনিধিদলটি চতুর্থ দিনের মতাে বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব এবং পররাষ্ট্র অর্থ ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।
ওয়াকেফহাল মহল জানিয়েছেন যে, বাংলাদেশ এবং পশ্চিম জার্মানির মধ্যে অর্থনৈতিক বিষয়ে আলােচনার অগ্রগতি হয়েছে। প্রতিনিধিদলটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন বলে উক্ত মহল জানান। এনার এক সংবাদে বলা হয়েছে। যে, বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নে পশ্চিম জার্মানি কর্তৃক যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সহযােগিতা করার সম্ভাবনা আছে বলে জানা গেছে।৮৬
রেফারেন্স: ২৮ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত